Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

বুকে লেখা পাকিস্তান, প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের জার্সি, ছবি দেখে ‘ক্ষুব্ধ’ নেটদুনিয়া

খোঁচা দেওয়ার সুযোগ ছাড়ছেন না পাক সমর্থকরাও।

Champions Trophy 2025: Fans unhappy with Pakistan imprint on India Cricket team

ছবি: বিসিসিআই

Published by: Arpan Das
  • Posted:February 18, 2025 1:14 pm
  • Updated:February 18, 2025 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ‘পাকিস্তান’ লেখা জার্সি পরে খেলবে ভারত? এই নিয়ে কম বিতর্ক হয়নি। শেষ পর্যন্ত আইসিসি-র নিয়মেই সায় দিয়েছে বোর্ড। আর সেই জার্সি পরে রোহিত-বিরাটদের ছবি প্রকাশ্যে আসতেই তোপ ক্ষুব্ধ নেটিজেনদের।

অবশ্য নতুন জার্সি পরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছে টিম ইন্ডিয়া। নতুন ওয়ানডে জার্সির কাঁধে জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার উপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। মাঝে স্পনসরের নাম-সহ গেরুয়ায় লেখা ‘ইন্ডিয়া’। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও বুকে স্পনসরের নাম নেই। বরং বাঁদিকে বিসিসিআইয়ের লোগ। আর ডানদিকে লেখা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সঙ্গে লেখা পাকিস্তান।

Advertisement

বোর্ডের তরফ থেকে সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ার একাংশ অত্যন্ত ক্ষুব্ধ। বিশেষ করে, সদ্য পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না ওড়ানোর খবর প্রকাশ্যে আসায়, ক্ষোভ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতের জার্সিতে ‘পাকিস্তান’-এর নাম কেন থাকবে, এই প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য খোঁচা দেওয়ার সুযোগ ছাড়ছেন না পাকভক্তরা। এত প্রতিবাদ করে শেষ পর্যন্ত আইসিসির নির্দেশ মেনে নিতে হল, সেটাই মনে করাচ্ছেন তারা।

অবশ্য বিসিসিআইয়ের এই পদক্ষেপের প্রশংসাও করছেন অনেকে। হাইব্রিড মডেল নিয়ে এমনিতেই সাফল্য পেয়েছে ভারতের বোর্ড। কিন্তু আইসিসির নিয়মনীতির উপর যে কেউ নয়, সেটাকে মান্যতা দেওয়া গেল। আর শেষ পর্যন্ত ক্রিকেটীয় স্পিরিটকেই ঊর্ধ্বে তুলে ধরা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement