Advertisement
Advertisement
Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে ঘোর আপত্তি পাকিস্তানের, হুঁশিয়ারি দিচ্ছেন PCB চেয়ারম্যান

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জট তুঙ্গে।

Champions Trophy 2025: Pakistan is not welcoming Hybrid model idea for Champions Trophy

প্রতীকী ছবি।

Published by: Arpan Das
  • Posted:November 8, 2024 11:20 pm
  • Updated:November 8, 2024 11:20 pm  

স্টাফ রিপোর্টার: আগামী বছর চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া ঘোরতর অনিশ্চিত। ভারত গত এশিয়া কাপের মতো ‘হাইব্রিড’ মডেলের পক্ষপাতী। অন‌্য দিকে, পাকিস্তানও নিজের স্টান্সে অনড়। তারা কোনও ভাবে ‘হাইব্রিড’ মডেলে যেতে চায় না। বরং চায়, পুরো টুর্নামেন্ট পাকিস্তানে করতে।

সোজাসুজি বললে, পাকিস্তানে চ‌্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জট তুঙ্গে।

Advertisement

আজ নয়, তাজ হামলার পর থেকে আর কখনও ক্রিকেট খেলতে পাকিস্তান যায়নি ভারত। দীর্ঘ ষোলো বছর ধরে সেই কড়া স্টান্স ধরে রাখা হয়েছে। বিদেশের মাটিতে বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে দেখা হয়েছে ভারতের। কিন্তু দু’দেশের মধ‌্যে ক্রিকেটীয় মৈত্রী আর গড়ে ওঠেনি। গত এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান। কিন্তু ভারত যায়নি ওয়াঘার ও পারে এশিয়া কাপ খেলতে। বরং শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। ভারত নিজেদের ম‌্যাচগুলো খেলে আরব আমিরশাহিতে। আর পাকিস্তানে বাকি খেলাগুলো হয়।

স্বাভাবিক ভাবেই যার পর চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান যাত্রা ঘোর অনিশ্চিত ছিল। বোর্ডমহলের খবর ধরলে, পাকিস্তানে চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সম্ভাবনা নেই। বরং আবারও হাইব্রিড মডেলই চাইবে ভারত। ধরেই নেওয়া হচ্ছে, ভারত চ‌্যাম্পিয়ন্স ট্রফির ম‌্যাচ খেলবে আমিরশাহিতে। কিন্তু পাকিস্তান–তারা আবার হাইব্রিড মডেল নিয়ে এতটুকু আগ্রহী নয়। শুক্রবার পাকিস্তান বোর্ডের চেয়ারম‌্যান মহসিন নকভি দেশজ সাংবাদিকদের বলেন, ‘‘গত দু’মাস ধরে দেখছি ভারতীয় মিডিয়া লিখছে, চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত আসবে না পাকিস্তানে। আমার স্টান্স খুব সহজ। ভারতের যদি কোনও কিছু নিয়ে অসুবিধে থাকে, তা হলে ওদের লিখিত ভাবে সেটা জানাতে হবে। এখনও পর্যন্ত চ‌্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়া নিয়ে কোনও রকম কথাবার্তা হয়নি। তা ছাড়া হাইব্রিড মডেল আমরা মেনে নেব কে বলল? ভারতীয় মিডিয়া তাই যতই লিখুক, হাইব্রিড মডেল আমরা মানব না।’’

পাকিস্তান বোর্ডের চেয়ারম‌্যান এরপর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রীতিমতো। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, অতীতে ‘ভদ্রতা’ দেখিয়ে ভারতে খেলতে গিয়েছে পাকিস্তান। এবার ভারত যদি চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না আসে, তা হলে ভবিষ‌্যতে ভদ্রতা দেখানো সম্ভব না-ও হতে পারে। নকভি বলেছেন, ‘‘বললাম তো, ভারত লিখিত দিক যে ওরা আসবে না। তারপর আমরা আমাদের সরকারের কাছে যাব। ভবিষ‌্যতে আমাদের সরকার সিদ্ধান্ত নেবে পাকিস্তান খেলতে যাবে কি না ভারতে? পাকিস্তান ক্রিকেট বোর্ড আর নেবে না। অতীতে অনেক ভদ্রতা আমরা করেছি। কিন্তু ভারত আমাদের দেশে খেলতে না এলে, সেই ভদ্রতা আমরা আর করব না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement