Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত নারাজ কেন? ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি পাক বোর্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতা নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে পিসিবি।

Champions Trophy 2025: PCB seeks clarification from ICC on India's refusal to play in Pakistan
Published by: Arpan Das
  • Posted:November 11, 2024 9:19 pm
  • Updated:November 11, 2024 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটকের পর নাটক চলছে। ঘটনার জল গড়িয়েছে আইসিসি পর্যন্ত। ভারতের আপত্তির পর যে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না সেটা একপ্রকার নিশ্চিত ছিল। তার প্রক্রিয়া শুরুও হয়ে গেল বলা যায়। ভারত কেন পাকিস্তানে যাবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে পিসিবি চিঠি দিল আইসিসিকে।

দীর্ঘ জল্পনার পরে রবিবার পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা পাক বোর্ডকে জানিয়েছে আইসিসি। তার পরেই শোনা যায়, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইনি পরামর্শও নিতে পারে পিসিবি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিনা সেই ধোঁয়াশার কারণে এখনও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি।

Advertisement

তার মধ্যেই পিসিবির এক সূত্র জানাচ্ছে, “আমরা আইনি বিভাগের সঙ্গে কথা বলে আইসিসিকে ইমেল পাঠিয়েছি। তাদের থেকে ভারতের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাই। পিসিবি বর্তমান পরিস্থিতিকে মাপছে। এখনও পর্যন্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা ঠিক যে পিসিবি গোটা বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে কথা বলছে। প্রয়োজনে তাদের থেকে পরামর্শ ও নির্দেশ নেওয়া হবে।”

সূত্রের খবর, ভারত বিষয়ে পাক সরকারের নীতি জানার জন্য অপেক্ষা করছিল পিসিবি। ভারতের আপত্তি বিষয়ে ব্যাখ্যায় আইসিসির কাছে সেই নিয়ে উল্লেখ থাকতে পারে বলে খবর। সেক্ষেত্রে যদি পাকিস্তান সরকার দুদেশের ক্রিকেট নিয়ে সম্পর্কে কড়া পদক্ষেপ নেয়, তাহলে আইসিসি-কেও আইনি জটিলতাও ঢুকতে হতে পারে। সূত্রের বক্তব্য, “যে দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে, তাদের সম্প্রচারকারী সংস্থা, স্পনসর-সহ বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে আইসিসিকে ভাবতে হবে।” ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement