সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতে পারবেন রোহিত-বিরাটদের স্ত্রীরাও! অজি সফরে ব্যর্থতার পর বিদেশ সফরে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছিল বিসিসিআই। সেখান থেকে কিছুটা সরে এসেছে বোর্ড। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে স্ত্রী-পরিবারের থাকার অনুমতি দেওয়া হচ্ছে।
বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর নানা বিষয়ে কড়া ব্যবস্থান নিয়েছে বিসিসিআই। যে দশদফা ‘ফতোয়া’ জারি করা হয়, তার মধ্যে অন্যতম ছিল স্ত্রী-পরিবার নিয়ে বিদেশ সফরে না যাওয়ার বিষয়টি। যেখানে বলা হয়, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না।
যদিও তাতে পরোক্ষভাবে আপত্তি জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তাতেই কি নড়েচড়ে বসল বোর্ড? সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি পাবেন অনুষ্কা-ঋতিকারা। তবে সেটা কোন ম্যাচ, তা পরিষ্কার করে জানানো হয়নি। সম্প্রতি এক সিনিয়র ক্রিকেটারও দুবাইয়ে স্ত্রী-পরিবার নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সেটা অবশ্য পত্রপাট নাকচ হয়ে যায়। এবার সেখান থেকে ‘পালটি’ খেল বোর্ড।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে, ম্যানেজমেন্টের এক ব্যক্তি এই বিষয়ে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়ার সঙ্গে কথা বলেন। তবে এক্ষেত্রেও প্লেয়ারদের বোর্ডের অনুমতি নিতে হবে। এমনিতে, পরিবার সংক্রান্ত নিয়ম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই লাগু হওয়ার কথা ছিল। যেহেতু এই সফর ৪৫ দিনের কম হবে, তাই পরিবার নিয়ে যাওয়ার ছাড়পত্র পাওয়ার কথাই ছিল না। সূত্রের খবর, সেটা আপাতত হচ্ছে না। ক্রিকেটাররা ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। ফলে মাত্র এক ম্যাচের জন্য কারও স্ত্রী-পরিবার যাবে কিনা, সেটাও প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.