Advertisement
Advertisement
Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক অন্য মঞ্চেও, ভারতের অলিম্পিক আয়োজনে বাধা দেবে পাকিস্তান!

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। পালটা আইনি পথে হাঁটার কথাও ভাবছে পাক বোর্ড।

Champions Trophy 2025: Report says Pakistan set oppose India's 2036 Olympic bid
Published by: Arpan Das
  • Posted:November 12, 2024 9:13 am
  • Updated:November 12, 2024 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের জের এবার ক্রিকেটের বাইরেও! ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে যাবে না, তা ইতিমধ্যেই বিসিসিআই জানিয়ে দিয়েছে। পালটা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তানও। এবার তার আঁচ গিয়ে পড়ল অলিম্পিকেও। ২০৩৬-র অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করেছে ভারত। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যমের মাধ্যমের দাবি, ভারতের সেই প্রচেষ্টার বিরোধিতা করতে পারে তারা।

পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ডামাডোল দীর্ঘদিন ধরেই চলছে। ভারতের অবস্থান পরিষ্কার। পাকিস্তানে কোনওভাবেই এই টুর্নামেন্ট খেলতে যাবে না। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের রাস্তা খোলা রয়েছে। বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা পাক বোর্ডকে জানিয়ে দিয়েছে আইসিসি। পালটা পিসিবি তাদের সরকারের সঙ্গে কথাবার্তা জারি রেখেছে। আইনি পথে হাঁটার ভাবনাও রয়েছে তাদের। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের মতো পদক্ষেপের কথাও শোনা যাচ্ছে।

Advertisement

এবার অবশ্য বিষয়টা ক্রিকেটের বাইরে। ভারতের বিরুদ্ধে কোনও ক্রীড়াপ্রতিযোগিতায় নামতে চায় না পাকিস্তান। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তার প্রভাব পড়তে পারে অলিম্পিকেও। ২০৩৬-এ ভারতের মাটিতে অলিম্পিক আয়োজনের কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আনুষ্ঠানিক বিডও করেছে আইওএ। খবর অনুযায়ী, পাকিস্তান তার বিরোধিতা করতে পারে। এই বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদন করতে পারে তারা। 

২০৩৬-এ অলিম্পিক আয়োজনের জন্য কঠিন প্রতিযোগিতায় পড়তে হবে ভারতকে। কারণ কাতার, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়াও অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। সেই প্রতিযোগিতার সঙ্গে জুড়ল পাকিস্তানের বিরোধিতাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement