Advertisement
Advertisement
Champions Trophy 2025

‘পাকিস্তানে আসেন না কেন?’ দক্ষিণ আফ্রিকাতেও সূর্যকে প্রশ্ন পাক ভক্তের

জবাবে কী বললেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?

Champions Trophy 2025: Why India Cricket Team don't come to Pakistan Fans question Suryakumar Yadav
Published by: Arpan Das
  • Posted:November 12, 2024 1:42 pm
  • Updated:November 12, 2024 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানেও পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন। ‘পাকিস্তানে কেন আসেন না আপনারা?’ সূর্যকুমারদের দেখেই প্রশ্ন ছুঁড়ে দিলেন এক পাক ভক্ত। জবাবে কী বললেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা নিয়ে ডামাডোল অব্যাহত। সেই জল্পনার আঁচ পড়ল দক্ষিণ আফ্রিকাতেও। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত সূর্যরা। প্রথম ম্যাচে সহজে জিতলেও, দ্বিতীয় ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ম্যাচ বুধবার। তার মধ্যেই ভাইরাল একটি ভিডিও। সেখানে কয়েকজনের সঙ্গে ছবি তোলেন সূর্য ও রিঙ্কু। তার পরই প্রশ্ন ধেয়ে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। একজন জিজ্ঞেস করেন, “আপনারা পাকিস্তানে আসেন না কেন?” জবাবে সূর্যকুমার বলেন, “আরে ভাই! এটা কি আমাদের হাতে আছে?”

Advertisement

ভারত যে সেই দেশে যাবে না, তা ইতিমধ্যেই পরিষ্কার। বিসিসিআই থেকে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উপায় বলতে হাইব্রিড মডেল। পাক বোর্ড যদিও তাতে নারাজ। আইনি পদক্ষেপের রাস্তা খোলা রাখছে তারা। এমনকী পাকিস্তানের সরকারের সঙ্গেও আলোচনা চালাচ্ছে পিসিবি। তবে আইসিসি-র তরফ থেকে হাইব্রিড মডেলে রাজি না হলে পাকভূম থেকে সরেও যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement