সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে আরও একটি লিগে দল কেনার চেষ্টায় ধাক্কা খেলেন শাহরুখ খান। কেকেআর কর্ণধারের সংস্থা রেড চিলিজ ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে দল কেনার লড়াইয়ে হেরে গেলেন ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব চেলসির মালিক টোড বোহেলির কাছে।
‘দ্য হানড্রেড’-এর ক্লাব ট্রেন্ট রকেট্স কেনার দৌড়ে ছিলেন শাহরুখ। রেড চিলিজ ওই ক্লাবটি কেনার জন্য বিডও করেছিলেন। কিন্তু টোড বোহেলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের সংস্থা কেন ইন্টারন্যাশনাল ওই দলটির শেয়ার কেনার লড়াইয়ে শাহরুখদের হারিয়ে দিয়েছে। প্রায় ৪২০ কোটি টাকা দিয়ে রকেট্স দলটির অর্ধেক শেয়ার কিনেছেন বোহেলি। মজার কথা হল, একা শাহরুখ নন ভারতের আর এক ব্যবসায়ী অমিত জৈন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে মিলে হানড্রেডের ওই দলটিকে কিনতে চেয়েছিলেন। তিনিও ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য, দ্য হান্ড্রেডে দল কেনা নিয়ে আইপিএলের দলগুলির মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই নর্দান সুপারচার্জার্স দলটি কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকরা। মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে কিনেছে ওভাল ইনভিন্সিবল্স। লখনউ সুপারজায়ান্টসের মালিক আরপিএসজি গ্রুপ কিনেছে ম্যাঞ্চেস্টার অরিজিনালস নামক দলটি।
শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ ক্রীড়া বিশ্বে ইতিমধ্যেই পরিচিত নাম। আইপিএলের দল কেকেআরের পাশাপাশি একাধিক দেশের লিগে দল রয়েছে রেড চিলিজের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, আমেরিকার মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং আমিরশাহীর লিগে আবু ধাবি নাইট রাইডার্স দলের মালিক রেড চিলিজ। সংস্থার কর্ণধার হিসাবে শাহরুখ ছাড়াও রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেটা। তবে হান্ড্রেডসে কোনও দল কিনতে পারল না রেড চিলিজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.