সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন অবসরে। দলে ঠাঁই হয়নি মহম্মদ শামির। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তরুণ তারকা শুভমান গিল। ভারতীয় দলের অনেকেই প্রথমবার ইংল্যান্ডের মাটিতে খেলতে নামছেন। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে ভালো পারফর্ম করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধ অবদান রাখতে হবে। এমনই মনে করছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা।
একইসঙ্গে পূজারা জানিয়েছেন, ইংল্যান্ডের পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে দ্রুত ভারতীয় ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে। ধৈর্য এবং শৃঙ্খলা জরুরি। তাঁর বক্তব্য, “সাফল্য পেতে হলে দলের প্রতিটি ক্রিকেটারকে অবদান রাখতে হবে। আমি মনে করি, আসন্ন সিরিজ দলগতভাবে উন্নতি এবং সাফল্য পাওয়ার দারুণ সুযোগ রয়েছে।” ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরাও বলেছেন, “ইংল্যান্ড সফর সবসময়ই চ্যালেঞ্জের। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।’ ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের মুখেও একই সুর।
ভারত-ইংল্যান্ড সিরিজের ট্রফিটি রাখা হয়েছে জেমস অ্যান্ডারসন ও শচীন তেন্ডুলকরের নামে। ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসন এদিন এক সাক্ষাৎকারে বলেন, “এই সম্মান বিশাল। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। শচীনকে আমি ছোট থেকেই সম্মান করতাম। ও ক্রিকেটের কিংবদন্তি। ওর বিরুদ্ধে প্রচুর খেলেছি। আমি গর্বিত।” অ্যান্ডারসন মনে করেন সিরিজ প্রত্যাশামতোই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাঁর বক্তব্য, “ভারতের নতুন অধিনায়ক শুভমান। বিরাট ও রোহিত অবসর নিয়েছে। ভারত একটা পরিবর্তনের পথে হাঁটছে। তবু আমার মনে হয়, ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। লড়াই তীব্র হবে।”
অন্যদিকে, ইংল্যান্ড লায়ন্স ও ভারতীয় ‘এ’ দলের মধ্যে দ্বিতীয় বেসরকারি টেস্ট ড্র হয়েছে। গতকাল ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল। ব্যাট করছিলেন ধ্রুব জুরেল এবং নীতীশ রেড্ডি। সোমবার ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ৪১৭-৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। লোয়ার অর্ডারে দূরন্ত ব্যাটিং করেন তনুশ কোটিয়ান। তিনি ১০৮ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তাঁকে সহযোগিতা অংশুল কম্বোজ (৫১ ন:আ:)। শার্দুল ঠাকুর ৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের সামনে পড়ে ইংল্যন্ড লায়ন্স। ৪৩৯ রানের টার্গেটকে সামনে রেখে খেলতে নেমে লায়ন্স ৩ উইকেট হারিয়ে ৩২ রান করে। ৬ রানে দু’টি উইকেট নিয়েছেন অংশুল কম্বোজ। একটি উইকেট নেন তুষার দেশপান্ডে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.