বিরাট কোহলি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তার জন্য কোহলি ভক্তরা তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুলের (Simon Doull) স্বীকারোক্তি এমনই।
বিরাট কোহলির (Virat Kohli) হাত ধরেই এবারের আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শেষ পর্যন্ত প্লে অফে স্বপ্নভঙ্গ হয় বিরাট কোহলির দলের। আইপিএলে কোহলির প্রশংসা করলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করেছিলেন কিউয়ি তারকা। কোহলি-ভক্তরা এহেন সমালোচনা ভালো ভাবে নেননি। ভক্ত-অনুরাগীদের কাছ থেকে হুমকি পাওয়ার তীব্র সমালোচনা করেন ডুল। বলেন, ”এটা অত্যন্ত লজ্জার বিষয়।”
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ডুল বলেছেন, ”অসাধারণ ক্রিকেটার কোহলি। যতটা প্রভাব বিস্তার করেছে বিরাট, তার চেয়ে আরও বেশি দাপুটে হতেই পারত। এই কারণেই আমি স্ট্রাইক রেট নিয়ে বলেছিলাম। আমার মনে হয়েছিল, কোহলি আউট হওয়া নিয়ে ভয় পাচ্ছিল। বিরাটের পিছনে কারা, তা নিয়ে উদ্বিগ্ন থাকত। কোহলি বরং ভাবতেই পারত, আমি অনেকের থেকে বেশি ভালো। বাবর আজমের ব্যাপারেও আমি একই কথা বলেছিলাম। আমি বাবরের সঙ্গে পাকিস্তানে কথাও বলেছিলাম। তখন বাবর বলেছিল, ওর কোচরা একই কথা বলেছেন।”
ডুল আরও জানান, কোহলি যেন আউট হওয়ার ভয় না পায়, সেটা বলাই আমার উদ্দেশ্য ছিল। আর এটুকু বলার জন্য ডুল খুনের হুমকি পেয়েছিলেন। কিউয়ি বোলার বলেন, ”আউট হওয়ার কথা যেন না ভাবে কোহলি, এটাই ছিল আমার পয়েন্ট। বিরাট কোহলি সম্পর্কে আমি এক হাজারটা ভালো কথা বলেছি। কিন্তু আমি মাত্র একটা নেতিবাচক কথা বলেছি বা সেটাকে নেতিবাচক বলে ব্যাখ্যা করা হয়েছে, তার জন্য আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.