Advertisement
Advertisement
Digvesh Rathi

আইপিএলের থেকে বেশি টাকায় দিল্লির লিগে খেলবেন দিগ্বেশ, ‘নোটবুক’ করে ‘চেকবুকে’ কত জমবে?

কত টাকা বেশি পাবেন দিগ্বেশ?

Digvesh Rathi set to earn more salary Than In DPL Than IPL

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:July 6, 2025 6:42 pm
  • Updated:July 6, 2025 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আবির্ভাবেই নজর কেড়েছেন দিগ্বেশ রাঠি। সেটা তাঁর ‘রহস্যময়’ বোলিংয়ের জন্য তো বটেই, তার সঙ্গে ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্যও। এবার দিল্লি প্রিমিয়ার লিগে দল পেলেন তিনি। আর মজার বিষয়, আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে খেলার জন্য যা পেয়েছেন, তারচেয়ে বেশি টাকা পাবেন।

Advertisement

৫ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম। ২০২৪ থেকে শুরু হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগ। যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগকে। এবার আটটি দল খেলছে দিল্লির লিগে। দিগ্বেশ রাঠি গত বছরও এই টুর্নামেন্টে খেলেছেন। এবারও ফের তাঁকে দেখা যাবে সাউথ দিল্লি সুপারস্টার্সে। তার জন্য নিলাম থেকে দিগ্বেশ পেলেন ৩৮ লক্ষ টাকা।

মজার বিষয় আইপিএলের থেকে বেশি টাকা পাবেন দিল্লি প্রিমিয়ার লিগে খেলে। আইপিএলে তাঁকে ন্যূনতম মূল্য কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানে তিনি পেয়েছিলেন ৩০ লক্ষ টাকা। অর্থাৎ ৮ লক্ষ টাকা বেশি পাচ্ছেন দিল্লির লিগে খেলার জন্য। যেখানে তাঁর ন্যূনতম মূল্য ছিল ১০ লক্ষ টাকা।

তবে এরকম ঘটনা আগেও ঘটেছে। ২০২৩-এ সাই সুদর্শন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলার জন্য পেয়েছিলেন ২১.৬ লক্ষ টাকা। যা ওই সময়ে আইপিএলে গুজরাট জায়ান্টসের বেতন ২০ লক্ষের থেকে বেশি ছিল। তবে ২০২৫-এ গুজরাট তাঁকে ৮.৫০ টাকায় রিটেইন করে।

দিগ্বেশের ক্ষেত্রে একটা বড় ‘সমস্যা’ তাঁর ‘নোটবুক সেলিব্রেশন’। সমস্যা কারণ, আইপিএলে যা বেতন পেয়েছেন তার বেশিরভাগটাই গিয়েছে জরিমানা দিতে। ‘নোটবুক’ নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এবার দেখা যাক, ‘নোটবুক’ করে ‘চেকবুকে’ কত টাকা জমাতে পারেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement