সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার দিলীপ দোশী (Dilip Doshi Death)। আজ, সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটদুনিয়া।
১৯৭৯ থেকে ১৯৮৩ সালের মধ্যে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র দোশী। বলে তাঁর নিখুঁত নিয়ন্ত্রণই তাঁকে আর পাঁচজনের থেকে আলাদা করে তুলেছিল। দেশের জার্সিতে সাফল্যের শিখরে পৌঁছনোর আগে ইংলিশ কাউন্টিতেও নিজের ছাপ ফেলেছিলেন এই বাঁ-হাতি স্পিনার। ৩২ বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েও যে তুখোড় পারফর্ম করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ দিলীপ দোশী।
The BCCI mourns the sad demise of former India spinner, Dilip Doshi, who has unfortunately passed away in London.
May his soul rest in peace 🙏 pic.twitter.com/odvkxV2s9a
— BCCI (@BCCI) June 23, 2025
ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছিলেন রাজকোটে জন্ম নেওয়া বাংলার স্পিনার। অভিষেক ঘটিয়েই হয়ে উঠেছিলেন কপিল দেবের অন্যতম প্রিয় স্পিনার। তার পরের তিন বছর আর ফিরে তাকাননি। একের পর এক সাফল্য ছুঁয়েছেন তিনি। মাত্র ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের মালিক হয়ে যান। কিংবদন্তি অজি স্পিনার ক্ল্যারি প্রিমেটের পর তিনিই ৩০ বছর বয়সের পর অভিষেক ঘটিয়ে এহেন নজির গড়েছিলেন। তাঁর কেরিয়ারও দীর্ঘায়িত হতে পারত। দেরিতে শুরু করলেও খেলতে পারতেন অন্তত ১০০ টেস্ট। কিন্তু সে সময় বিষেন সিং বেদির ছায়ায় ঢেকে যায় তাঁর কেরিয়ারের জৌলুস। আবার অনেকের মতে ১৯৮২-৮২-তে পাকিস্তান সফরে সুনীল গাভাসকরের সঙ্গে মনোমালিন্যও ছোট করে দিয়েছিল তাঁর কেরিয়ার। তাই এহেন প্রতিভাবান স্পিনার সময়ের অনেক আগেই ২২ গজকে বিদায় জানিয়েছিলেন।
দীর্ঘদিন ধরেই লন্ডনেই ছিলেন। সেখানেই এদিন শেষ নিশ্বাস ত্যাগ করেন দোশী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে বিসিসিআই। এক্স হ্যান্ডেলে তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করা হয় বোর্ডের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.