Advertisement
Advertisement

Breaking News

Duleep Trophy 2024

সানগ্লাস পরে কেতাতেও রানের খাতা খুলল না শ্রেয়সের, দলীপ ট্রফিতে ব্যর্থ সঞ্জুও

দলীপের অন্য ম্যাচে হাফসেঞ্চুরি করে লড়াই চালাচ্ছেন বি দলের অভিমন্যু ঈশ্বরণ।

Duleep Trophy 2024: Shreyas Iyer comes out to bat wearing sunglasses and falls for a duck
Published by: Arpan Das
  • Posted:September 13, 2024 6:13 pm
  • Updated:September 13, 2024 7:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা ছন্দের খোঁজ অব্যাহত শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। দলীপ ট্রফির (Duleep Trophy 2024) ম্যাচে শূন্য রানেই ফিরে গেলেন ইন্ডিয়া ডি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও অন্য কারণেও নজর কাড়লেন তিনি। ব্যাট করতে নামলেন সানগ্লাস পরে। তাতেও এ দলের হয়ে রান পেলেন না। ব্যর্থ হলেন আরেক তারকা সঞ্জু স্যামসনও।

দলীপ ট্রফির প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন শ্রেয়স। আশা করা গিয়েছিল হয়তো পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না। এর আগে প্রথম দিনে এ দল ৮ উইকেট হারিয়ে করেছিল ২৮৮ রান। এদিন অবশ্য বেশি দূর এগোল না ময়ঙ্ক আগারওয়ালদের ইনিংস। আর মাত্র ২ রান তুলেই থেমে গেলেন তাঁরা। অবশ্য জবাবে ডি দলও খুব একটা সুবিধা করতে পারেনি। দ্রুত ফিরে যান শ্রেয়স, অথর্ব, যশ দুবেরা। রান পেলেন না সঞ্জু স্যামসনও (৫)।

Advertisement

ধুঁকতে থাকা অবস্থা থেকে প্রতিরোধ গড়ে তোলেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর ৯২ রানের ইনিংসের সৌজন্যে শেষ পর্যন্ত ডি দল তোলে ১৮৩ রান। দুরন্ত বল করেন খলিল আহমেদ (৩৯/৩), আকিব খান (৪১/৩)। দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক জায়গায় রয়েছে ইন্ডিয়া এ। প্রথম সিং ও ময়ঙ্ক আগারওয়ালের হাফসেঞ্চুরিতে তাঁদের রান ১ উইকেট হারিয়ে ১১৫। তারা এগিয়ে আছে ২২২ রানে। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও উইকেট পেলেন শ্রেয়স।

অন্য ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া সি ও বি। যেখানে ঈশান কিষানের সেঞ্চুরিতে সি দল তোলে ৫২৫ রান। বাবা অপরাজিত (৭৮) ও মানব সুথারও (৮২) রান পেয়েছেন। জবাবে ভালো জায়গায় আছে বি দলও। কোনও উইকেট না হারিয়ে তাদের রান ১২৪। ব্যাট করছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৫১) ও নারায়ণ জগদীশন (৬৭)। যদিও তারা এখনও পিছিয়ে রয়েছে ৪০১ রানে। কিন্তু মুশির খান, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দরের মতো ভরসাযোগ্য ব্যাটার রয়েছে তাঁদের হাতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement