ফাইল ছবি
সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লন্ডন: ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের মাত্র কয়েকদিন আগে ভারতীয় শিবিরে আচমকাই উদ্বেগ। তড়িঘড়ি দেশে ফিরতে হল টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরকে। তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেই কারণে দিল্লি ফিরেছেন গম্ভীর। ভারত বনাম ভারতীয় ‘এ’ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচের আগেই তিনি ইংল্যান্ড ছাড়েন।
১১ জুন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সীমা গম্ভীর। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে অনেকটাই ভালো আছেন। ১৭ জুন, লিডসের হেডিংলিতে প্রথম টেস্টের মাত্র তিন দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। আপাতত তিনি মায়ের সঙ্গেই রয়েছেন।
জরুরি পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন গম্ভীর। বৃহস্পতিবার দলের অনুশীলনেও ছিলেন না তিনি। ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।
এবারের ইংল্যান্ড সফর ভারতীয় দলের কাছে বাড়তি চ্যালেঞ্জের। ইংল্যান্ডে যদি শুভমানরা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে ঠিক আছে। পারফরম্যান্স খারাপ হলে, কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে পড়তে হবে। সেই কারণে গম্ভীরের কাছে ইংল্যান্ড সিরিজটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর প্রায় তরুণ ব্রিগেড নিয়েই ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। সিনিয়র ক্রিকেটারদের ছাড়া ইংল্যান্ডে কেমন খেলে দল, সেই দিকেও নজর থাকবে। সেই কারণে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না তিনি। আর সেই প্রস্তুতির ঝলক বা ভিডিও যাতে কোনওভাবেই ইংল্যান্ড দেখতে না পায়, সেই কারণে নিজেদের মধ্যে ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচের পরিকল্পনা করেছেন তিনি। যদিও সেই অনুশীলনে ম্যাচে তিনি থাকতে পারলেন না। অসুস্থ মায়ের পাশে থাকতে তিনি ফিরে এসেছেন দেশে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.