ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরকারিভাবে চালু হয়ে যাচ্ছে ভারতীয় বোর্ডের নয়া নির্দেশনামা। যেখানে ট্রাভেল, নেট সেশন, লাগেজ অ্যালাওয়েন্স, প্লেয়ারদের পরিবারের সদস্যদের সফরে থাকা নিয়ে বিধিনিষেধ-সমস্ত রয়েছে। যা ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মেনে চলা বাধ্যতামূলক। এই নির্দেশিকার ফলে ক্রিকেটারদের যেমন কড়া অনুশাসনের মধ্যে থাকতে হবে, তেমনই ধাক্কা খেতে চলেছে সাপোর্ট স্টাফও। আরও ভালো করে বলতে গেলে খোদ হেডকোচ গৌতম গম্ভীর।
বোর্ডের নয়া নিয়ম কার্যকর হওয়ার অর্থ, নিজের আপ্তসহায়ককে আর টিম হোটেলে রাখতে পারবেন না গম্ভীর। টিম হোটেলে, টিম ডিনার এবং ড্রেসিংরুমেও দেখা যেত গুরু গম্ভীরের আপ্তসহায়ককে। শোনা যাচ্ছে, দুমাসের অজি সফরে মাত্র একবার টিম ডিনার হয়েছে। তার মধ্যে গম্ভীরের আপ্তসহায়ক অজি সফরে ছায়াসঙ্গীর মতো লেগে ছিলেন। এমনকী গাড়িতে যখন নির্বাচক ও গম্ভীর উপস্থিত, তখনও সেই ব্যক্তি উপস্থিত ছিলেন। যা নিয়ে প্রবল আপত্তি ছিল বোর্ডের।
নতুন নিয়ম অনুযায়ী, সাপোর্ট স্টাফরা তাঁদের ব্যক্তিগত কোনও কর্মীকে আর সঙ্গে নিয়ে যেতে পারবেন না। টিম হোটেলে রাখতে পারবেন না। যার অর্থ কোচ গম্ভীরের আপ্ত সহায়কও আর দলের সঙ্গে থাকতে পারবেন না। এমনকী এক হোটেলে থাকতেও পারবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ম্যানেজার হয়ে যাচ্ছেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিব আর দেবরাজ। তাঁকেও বলে দেওয়া হয়েছে, যাতে নির্দেশনামা পালনে সামান্য বিচ্যুতিও না ঘটে।
এখানে বলে রাখা যাক, দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়া এবং তারপর বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবি- উপূর্যপরি দুই ব্যর্থতার পর প্লেয়ারদের জন্য কড়া শাসনবিধি তৈরি করেছিল বোর্ড। যার পর শোরগোল পড়ে যায় ভারতীয় ক্রিকেটে। শাসনবিধির মধ্যে অন্যতম মুখ্য ছিল, বিদেশ সফরে ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত ম্যানেজার-নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরাঘুরির উপর নিষেধাজ্ঞা জারি। এর বাইরেও বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারবর্গ কতদিন থাকতে পারবেন, বোর্ড সেই খরচের কতটা বহন করবে, কতটা করবে না, সব বলা ছিল নির্দেশনামায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.