Advertisement
Advertisement
Gautam Gambhir

‘শত্রু’র চোখে ধুলো দেওয়ার ছক! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বড়সড় পদক্ষেপ গম্ভীরের

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য শুক্রবার থেকেই কেন্টে নিজেদের মধ্যে একটি বেসরকারি অনুশীলন ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

Gautam Gambhir takes massive step days before start of England series
Published by: Subhajit Mandal
  • Posted:June 13, 2025 1:34 pm
  • Updated:June 13, 2025 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার যে ইন্টার-স্কোয়াড অনুশীলন ম্যাচ হওয়ার কথা, সেই ম্যাচটি হবে লোকচক্ষুর আড়ালে। কোনওরকম লাইভ স্ট্রিমিং নয়, এমনকী সংবাদমাধ্যমের জন্যও ম্যাচটি দেখার সুযোগ থাকছে না। কোচ গৌতম গম্ভীরের অনুরোধে এমনই সিদ্ধান্ত নিল বিসিসিআই।

Advertisement

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য শুক্রবার থেকেই কেন্টে একটি বেসরকারি অনুশীলন ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচটি হবে ভারতীয় এ দলের বিরুদ্ধে। এই মুহূর্তে ভারতের মূল টেস্ট দল এবং এ দল, দুটোই ইংল্যান্ডে। সেটার সুযোগ নিয়েই ওই অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে। যাতে ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি ম্যাচ সিচুয়েশনেও অভ্যস্ত হতে পারেন টেস্ট দলের তারকারা। ঠিক করা হয়েছে, ওই ম্যাচের ফলাফল যা-ই হোক ৪ দিনে ৩৬০ ওভারই খেলানো হবে।

সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দল যে ম্যাচদুটি খেলেছে, সেই ম্যাচদুটির লাইভ স্ট্রিম করেছে জিও হটস্টার। তাই সমর্থকদের ধারণা ছিল, এই ম্যাচটিও হয়তো সম্প্রচারিত হবে। কিন্তু কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নিয়েছেন ওই অনুশীলন ম্যাচ হবে পুরোপুরি ক্লোজড ডোর। যাতে প্রতিপক্ষ ভিডিও দেখা বা ম্যাচ চাক্ষুষ করে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে না পারে। বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই ইন্টার স্কোয়াড ম্যাচ লাইভ স্ট্রিম তো করা হবেই না, সংবাদমাধ্যম বা দর্শকদেরও এই ম্যাচে প্রবেশ নিষেধ। ম্যাচের শেষ দিন গিয়ে দলের তরফে সাংবাদিক বৈঠক করে ওই ম্যাচের আপডেট জানিয়ে দেওয়া হবে।

ভারতীয় দলের হেডকোচ হিসাবে টেস্ট ক্রিকেটে শুরুটা একেবারেই ভালো হয়নি গৌতম গম্ভীরের। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে হারের পর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে পরাজয়। একে একে ভারতীয় দলের তিন মহারথীর বিদায়ের নেপথ্যেও অনেকে তাঁর হাত দেখেন। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ফলাফল করাটা গম্ভীরের নিজের ভবিষ্যতের জন্য অপরিহার্য। তাই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না টিম ইন্ডিয়ার হেড কোচ। আর সেই প্রস্তুতির ঝলক বা ভিডিও যাতে কোনওভাবেই বিপক্ষ দলের হাতে না যায়, সেটাও নিশ্চিত করতে চাইছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement