ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর সিরিজে মাঠের ব্যর্থতার পাশাপাশি প্রকট হয়ে উঠেছে ভারতীয় টিমের অন্দরের ফাটলও। দূরত্ব বেড়েছে কোচ ও ক্যাপ্টেনের। জাতীয় নির্বাচক মণ্ডলীর নানা সিদ্ধান্তেও নাক সিঁটকেছেন গৌতম গম্ভীর। আবারও প্রকাশ্যে গম্ভীর ও অজিত আগরকরের মতানৈক্য।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনিই অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ আইসিসির টুর্নামেন্টের পরই ২২ গজকে বিদায় জানাতে পারেন হিটম্যান। আবার গত বছর সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্ট এবং ওয়ানডে-তে নতুন অধিনায়ক বেছে নেওয়ার দিকেই হয়তো হাঁটবেন নির্বাচকরা। টেস্টের অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই দায়িত্ব সামলেছেন জশপ্রীত বুমরাহ। তবে তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে তাঁর নেতৃত্বের ভবিষ্যৎও। সেক্ষেত্রে নির্বাচক মণ্ডলীর পছন্দের তালিকায় রয়েছে দুটি নাম। ঋষভ পন্থ এবং শুভমান গিল। টেস্টের নিয়মিত দুই তারকার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু গম্ভীরের গলায় উলটো সুর। তিনি মনে করছেন, গিল কিংবা পন্থ নন, নেতৃত্বের ভার দেওয়া উচিত যশস্বী জয়সওয়ালকে।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এখনও হাতেখড়ি হয়নি যশস্বীর। তবে পাঁচদিন ও কুড়ি-বিশের ক্রিকেটে ২২ গজে আগুন ধরানো পারফরম্যান্স করেছেন তেইশের তরুণ। ১৯ টেস্টে তাঁর সংগ্রহ ১৭৯৮ রান। গড় ৫২.৯। জোড়া ২০০-সহ ঝুলিতে চারটি শতরান। শোনা যাচ্ছে, এই যশস্বীকেই পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন গম্ভীর। সাধারণত তিন ফরম্যাটের জন্য এক অধিনায়কেই ভরসা রাখে ভারতীয় বোর্ড। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই চিন্তাভাবনায় অজিত আগরকরের নির্বাচক মণ্ডলী বদল আনে কি না, সেটাই এখন লাখ টাকার সওয়াল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.