ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানের স্ফুলিঙ্গ শুভমান গিলের ব্যাটে। একাধিক রেকর্ড গড়ে ফের শতরান শুভমান গিলের। ১২৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এই শতরানের পর অনন্য নজির স্পর্শ করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে ৫০০ রান করে বিরাট কোহলির সঙ্গে এক কাতারে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ব্যক্তিগত ৭৬ রান করে গিল এই মাইলফলক স্পর্শ করেন। তিনি সাজঘরে ফিরলেন ১৬১ রানে। এর পর অবশ্য ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করল। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮।
গিলের সেঞ্চুরির পর বিশাল লিড পেয়েছে ভারত। চা পানের বিরতিতেই ভারত এগিয়ে যায় ৪৮৪ রানে। গিল তখন ১০০ এবং জাডেজা ২৫ রানে অপরাজিত। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে কোহলি করেছিলেন ৫৯৩ রান। এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান। প্রথম ইনিংসে গিল ২৬৯ রান করেছিলেন। আর এদিন ফের সেঞ্চুরি করে এলিট ক্লাসে বসে পড়লেন তিনি।
তবে, চতুর্থ দিনের শুরুটা কিন্তু তেমন একটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। সাত তাড়াতাড়ি ব্যাট হাতে নামতে হয় তাঁকে। কারণ মাত্র ২৬ রানে সাজঘরে ফেরেন করুণ নায়ার। অন্যদিকে, হাফসেঞ্চুরি করলেও বড় ইনিংস গড়ার আগেই আউট হয়ে যান কেএল রাহুল (৫৫)। এরপর ঋষভ পন্থ (৬৫)-কে নিয়ে ১১০ রানের পার্টনারশিপ গড়েন গিল। তবে পন্থ আউট হলেও টলানো যায়নি গিলকে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত খেলেন রবীন্দ্র জাদেজা (৬৯*)।
অন্যদিকে, অন্য রেকর্ডের মালিকও হয়েছেন তিনি। এক টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। গিলের আগে কোনও এক টেস্টে সর্বোচ্চ রান করেছিলেন সুনীল গাভাসকর। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টে ৩৪৪ রান করেছিলেন সানি। এরপর তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০১ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লক্ষ্মণ করেন ৩৪০ রান। অন্যদিকে, ২০০৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ করেন ৩৩০ রান। তবে, সেসব রান টপকে এজবাস্টন টেস্টে গিল একাই করলেন ৪৩০ রান। তাছাড়াও ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে সর্বাধিক রান করেছেন তিনি। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.