Advertisement
Advertisement
Hardik Pandya

বিচ্ছেদের পরে বিদেশে ছেলে, অগস্ত্যর জন্মদিনে আবেগঘন বার্তা হার্দিকের

ছেলেকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছেন হার্দিকের সদ্যপ্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।

Hardik Pandya shares heartfelt note on son's birthday after divorce

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 31, 2024 10:03 pm
  • Updated:July 31, 2024 10:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই বিবাহবিচ্ছেদ হয়েছে হার্দিক পাণ্ডিয়ার। সম্পর্ক ভাঙার যন্ত্রণা বুকে নিয়েই ক্রিকেটে ফিরেছেন তারকা অলরাউন্ডার। তার মধ্যেই ৪ বছরে পা দিল হার্দিকপুত্র অগস্ত্য। ছেলের থেকে অনেক দূরে থাকলেও সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা পাঠালেন হার্দিক। ইনস্টাগ্রামে তারকা অলরাউন্ডারের স্বীকারোক্তি, তুমিই আমাকে প্রতিদিন এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাও। উল্লেখ্য, বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছেন হার্দিকের সদ্যপ্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ।

তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল। জল্পনায় সিলমোহর পড়ে গত ১৮ জুলাই। সেদিনই যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, “চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।” হার্দিকের (Hardik Pandya) সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য-সিন্ধুদের হাত ধরে ব্যাডমিন্টনে পদকের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত, স্বপ্নপূরণ করবে প্যারিস?

বাবা-মায়ের বিচ্ছেদের মধ্যেই বুধবার চার বছরে পা দিল অগস্ত্য পাণ্ডিয়া। ছেলের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছে, বাবার সমস্ত ভাবভঙ্গি অবিকল নকল করছে খুদে অগস্ত্য। ভিডিওর সঙ্গে ক্যাপশনে হার্দিক লেখেন, “তুমিই আমাকে প্রতিদিন এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাও। আমার সবকিছুর সঙ্গী, আমার হৃদয়ের মতোই দামি আমার আগু। তোমাকে কতটা ভালবাসি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

প্রসঙ্গত, সার্বিয়ায় গিয়ে পুত্রের সঙ্গে সময় কাটাচ্ছেন নাতাশা। জনের হুল্লোড়ের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে শেয়ার করেন বলি অভিনেত্রী। তবে নেটদুনিয়ার নজর কেড়ে নিয়েছে ওই ছবিতে হার্দিকের প্রতিক্রিয়া। একটি হার্ট ইমোজি কমেন্ট করেছেন তিনি। সেই সঙ্গে হাতের একটি মুদ্রাও কমেন্ট করেছেন, যাতে বোঝা যায় সব কিছু ঠিক আছে। কেবল হার্দিক নন, তাঁর দাদা ক্রুণাল পাণ্ডিয়াও (Krunal Pandya) একইভাবে হার্ট ইমোজি দিয়ে রিপ্লাই করেছেন। বিচ্ছেদের পরেও সদ্যপ্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্মানজনক সম্পর্ক রয়েছে দেখে মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই বলছেন, ডিভোর্স ভুলে আবার এক হোন তারকাজুটি।

[আরও পড়ুন: বেআইনিভাবে ছবি ব্যবহার, অলিম্পিকে পদক জিতেই ২ ডজন সংস্থাকে আইনি নোটিস মনুর

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement