Advertisement
Advertisement
Harshit Rana

মুম্বই টেস্টে দলে ঢুকছেন হর্ষিত রানা! আইপিএলে রিটেনশন ঘোষণার পরদিনই জাতীয় দলে অভিষেক?

মুম্বইয়ে পিচের চরিত্রেও বদল চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Harshit Rana to join India Test squad in Mumbai
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2024 8:58 pm
  • Updated:October 29, 2024 8:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই টেস্টেই সম্ভবত ভারতীয় দলে ঢুকে পড়ছেন কেকেআরের তারকা পেসার হর্ষিত রানা। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক দলে ছিলেন না রানা। তবে বর্ডার-গাভাসকর ট্রফির দলে রয়েছেন তিনি। সম্ভবত সেকারণেই মুম্বই টেস্টে তাঁকে ডেকে নিয়ে জাতীয় দলে আবহের সঙ্গে তাঁকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কোনও কোনও সূত্রে দাবি করা হচ্ছে, ১ নভেম্বর শুরু হতে চলা মুম্বই টেস্টে অভিষেকও হয়ে যেতে পারে রানার।

হর্ষিত রানা এই মুহূর্তে দিল্লির হয়ে রনজি খেলছেন। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে দিল্লির ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে রনজির আগামী পর্বে তাঁরা হর্ষিতকে পাবে না। কারণ ওই সময় জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। মুম্বই টেস্টে তাঁকে খেলিয়েও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে জাতীয় দলে খেলার স্বাদ পেয়ে যাবেন তিনি।

Advertisement

তাৎপর্যপূর্ণভাবে মুম্বই টেস্টে অভিষেক হলেও রানার আইপিএল ভাগ্য বিশেষ বদলাবে না। কারণ আইপিএলের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষদিন ৩১ অক্টোবর। তার আগে অভিষেক না হওয়ায় রানা ‘আনক্যাপড’ই থাকবেন। সেক্ষেত্রে কেকেআর তাঁকে ৪ কোটি টাকাতেই রিটেইন করতে পারবে। অবশ্য তাতে যদি রানা রাজি থাকেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট হেরে এমনিতে চাপে ভারতীয় দল। সিরিজের দুই টেস্টে বুমরাহর সঙ্গী হিসাবে একটিতে খেলেছেন সিরাজ, আরেকটিতে খেলেছেন আকাশদীপ। কিন্তু দুজনের কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। সেক্ষেত্রে রানাকে খেলিয়ে চমক দিতে পারেন গৌতম গম্ভীর। এদিকে শোনা যাচ্ছে মুম্বই টেস্টের পিচেও বদল চাইতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পুণে টেস্টে স্পিন সহায়ক পিচ বানিয়ে ফেঁসে গিয়েছিল ভারতীয় দল। এবার টিম ম্যানেজমেন্ট নাকি স্পোর্টিং পিচ চাইছে। তাতে ব্যাটার এবং বোলার দুপক্ষই সুবিধা পায়। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দুই ম্যাচ হারলেও খেলার ধরন বদলাতে নারাজ রোহিতরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement