Advertisement
Advertisement
Shubman Gill

‘ও তো টেস্ট দলে নিয়মিতই নয়’, গিলের নেতৃত্ব প্রসঙ্গে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

বিসিসিআই'কে এ ব্যাপারে সতর্কও করে দিয়েছেন তিনি।

'He's not a regular in the Test team,' says Kris Srikkanth on Shubman Gill's leadership

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 15, 2025 1:36 pm
  • Updated:May 15, 2025 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত-বিরাটের অবসরের পর ভারতের টেস্ট ক্রিকেটের পরবর্তী জমানা শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে, শুভমান গিলকে (Shubman Gill) ক্যাপ্টেন হিসেবে পছন্দ বোর্ডের একাংশের। যদিও এ ব্যাপারে প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের মত ভিন্ন। বিস্ফোরক মন্তব্য করে তিনি বিসিসিআই’কে এ ব্যাপারে সতর্কও করে দিয়েছেন।

বিশ্বজয়ী ওপেনার বলেন, “টেস্ট দলেই তো নিয়মিতই নয় গিল। বোর্ড তো ঋষভ পন্থ বা লোকেশ রাহুলের কথা ভাবছে না। বুমরাহও শুনছি নেতৃত্ব দিতে চাইছে না। তবে, এই মুহূর্তে যদি কেউ যোগ্য ব্যক্তি থাকে, সে বুমরাহই। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে ওকেই অধিনায়ক করতাম। তারপর বলতাম, ‘বস, তুমিই অধিনায়ক। যে ম্যাচে তোমার মনে হবে খেলো।’ সেক্ষেত্রে কেএল রাহুল বা ঋষভ পন্থ হত সহ-অধিনায়ক। কারণ প্রথম একাদশে এই নামগুলো নিশ্চিত।”

শ্রীকান্তের (Kris Srikkanth) অভিযোগ, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ‘শুধুমাত্র স্বার্থের জন্য’ গিলকে নেতৃত্ব দিতে চাইছে। তাঁর সংযোজন, “এতে কোনও ভুল নেই। তবে কেবল স্বার্থের জন্য কাউকে অধিনায়ক করাটাও ঠিক নয়। জানি না নির্বাচকরা কী ভাবছেন। তবে এটা আমার মনে হয়।”

তিনি আরও বলেন, “গিলকে নিয়ে তো অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু ও তো এখনও সেভাবে বড় রানই করতে পারেনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতেও সফল নয়। এর অর্থ একটাই, গিলের (Shubman Gill) উপর নেতৃত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। ও আগে টেস্ট দলে নিয়মিত হোক। ঘরের মাঠের পাশাপাশি বিদেশে গিয়ে রান করুক। তারপর ভাবা যাবে।” এখন দেখার, বিসিসিআই প্রাক্তন এই ক্রিকেটারের কথায় কর্ণপাত করে কিনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement