৮ বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামছে বিশ্বের সেরা ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে ইংল্যান্ড।
গ্রুপ: গ্রুপ বি-তে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভার্টন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, শাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
সম্ভাব্য প্রথম একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, শাকিব মাহমুদ।
শক্তি: কোচ ব্রেন্ডন ম্যাকালামের বাজবল নীতিই সবচেয়ে বড় শক্তি হতে পারে ইংল্যান্ডের। ঝোড়ো ব্যাটিং করে বিপক্ষকে রানের পাহাড়ের সামনে দাঁড় করাতে পারেন বাটলাররা। পরিসংখ্যান বলছে, ২০২৩ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে সবচেয়ে দ্রুতগতিতে রান তুলেছে ইংল্যান্ড। পাটা উইকেটে অধিনায়কের পাশাপাশি সল্ট, ব্রুক, লিভিংস্টোন, স্মিথের মতো মারকুটে ব্যাটিং লাইন আপ নিঃসন্দেহে ইংল্যান্ডের শক্তি বাড়াবে। পাকিস্তানের গতিময় পিচ পেলে ভয়ংকর হয়ে উঠতে পারেন মার্ক উড এবং জোফ্রা আর্চার। প্রথম একাদশের অনেকেই ব্যাট করতে পারেন বলে ব্যাটিং গভীরতাও বেশি ইংল্যান্ডের। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি ইংল্যান্ড ইনিংস ধরে রাখবেন রুটের মতো সেরা ব্যাটার।
দুর্বলতা: অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে আগেও ডুবেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভোগাতে পারে সেই পুরনো রোগ। ২০২৩ বিশ্বকাপের পর ১৩টি ওয়ানডে খেলে মাত্র চারটিতে জিতেছে তারা। ভারতের বিরুদ্ধেও হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড। একেবারেই ধারাবাহিকতা নেই পারফরম্যান্সে। পেস বিভাগ মোটামুটি শক্তিশালী হলেও স্পিন বোলিং নিয়ে চিন্তায় থাকবে বাটলার ব্রিগেড। রশিদ ছাড়া কোনও প্রথম সারির স্পিনার নেই ইংল্যান্ড স্কোয়াডে। পাটা পিচে অন্য স্পিনাররা বিপক্ষকে বিপাকে ফেলতে পারবেন কিনা, প্রশ্ন থাকবে। সেভাবে কোনও অলরাউন্ডার নেই বলেও সমস্যায় পড়তে পারে ইংল্যান্ড।
এক্স ফ্যাক্টর: জো রুট, জস বাটলার
সম্ভাবনা: বাজবল খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতেছে ইংল্যান্ড, কিন্তু ট্রফি আসেনি। এবার পাকভূম থেকে অধরা মাধুরী জেতার সুবর্ণ সুযোগ রয়েছে থ্রি লায়ন্সের সামনে। ইংল্যান্ডের মুখে হাসি আনতে পারে পাটা পিচ। ব্যাটারদের স্বর্গরাজ্যে রানের ফুলঝুরি ফোটাবেন সল্টরা। তাই স্পিন বিভাগের দুর্বলতা সামলেও ট্রফি জেতার সুযোগ রয়েছে ইংল্যান্ডের কাছে। এর আগে ২০১৯ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কিন্তু সেই দলের কোচ ছিলেন ট্রেভর বেইলিস। বাজবলের ‘উদ্ভাবক’ ম্যাকালাম কি কোচ হিসাবে মেগা টুর্নামেন্ট জিততে পারবেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.