সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। কিন্তু সেই প্রাচীন প্রবাদকে একেবারে ভুল প্রমাণ করে দিল চেন্নাই টেস্ট (IND vs BAN)। সকালে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল যে দলটা, এক সেশনে ১০০ রানও তুলতে পারেনি যারা, দিনের শেষে অ্যাডভান্টেজ সেই মেন ইন ব্লু। রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে প্রায় সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে ভারত। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৩৯। অন্যদিকে, দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করলেও শেষ পর্যন্ত দিশেহারা পারফরম্যান্স বাংলাদেশ বোলিং লাইন আপের।
চেন্নাইয়ের মাঠে খানিক মেঘলা আকাশ দেখে তিন পেসার নিয়ে নেমেছিল দুই দল। টসে জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথম টেস্টের (IND vs BAN) প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ভেঙে দেন হাসান মাহমুদ। মাত ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে একটা সময়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে পালটা লড়াই শুরু করেন কামব্যাক করা ঋষভ পন্থ। তাঁর সঙ্গী হন যশস্বী জয়সওয়াল। কিন্তু চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় ভারত। ব্যর্থ হন রোহিত (৬), শুভমান (০), বিরাট (৬), রাহুলরা (১৬)। হাফসেঞ্চুরি করেন যশস্বী। ৩৯ রানের ইনিংস আসে ঋষভ পন্থের ব্যাট থেকেও।
চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ভারত। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন দুই রবি- রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। তাঁদের হাত ধরেই তিনশোর গণ্ডি পেরিয়ে সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠ চিপকে সেঞ্চুরি হাঁকালেন অশ্বিন। প্রথম দিনের শেষে ৮৬ রানে ব্যাট করছেন জাদেজা। দিনের তৃতীয় সেশনে একটিও উইকেট তুলতে পারেনি বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.