Advertisement
Advertisement

Breaking News

Kuldeep Yadav

চারমাস পর দলে ফিরেই ফের ‘বিশ্রামে’ কুলদীপ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নির্বাচনে উঠছে প্রশ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন কুলদীপ। তাঁকে কি নিয়মিত সুযোগ দেওয়া উচিত নয়? উঠছে প্রশ্ন।

IND vs ENG: Kuldeep Yadav rested in 2nd ODI and arise many question

কুলদীপ যাদব।

Published by: Arpan Das
  • Posted:February 9, 2025 2:31 pm
  • Updated:February 9, 2025 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ‘বিশ্রাম’ দেওয়া হল কুলদীপ যাদবকে। সেই জায়গায় ওয়ানডে অভিষেক হল বরুণ চক্রবর্তীর। কিন্তু দল নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চারমাস দলের বাইরে ছিলেন কুলদীপ। সেখানে এক ম্যাচ খেলার পরই কেন তাঁকে ‘বিশ্রাম’ দিতে হচ্ছে? আর যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রয়েছেন, সেখানে কুলদীপকে কি নিয়মিত সুযোগ দেওয়া উচিত নয়?

এটা ঠিক যে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন বরুণ। পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন। তারপরই ওয়ানডে দলে ডাক পান। প্রথম ওয়ানডেতে কুলদীপ যাদব প্রায় ১০ ওভার বল করে একটি মাত্র উইকেট তুলেছিলেন। তাঁকে ‘বিশ্রাম’ দিয়ে সুযোগ পেলেন বরুণ।

Advertisement

টসের সময় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। দুই উইকেট হারানোর পর আমরা লড়াই করেছি। শ্রেয়স লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। শুভমান ও অক্ষরের ভূমিকা ভুলে গেলে চলবে না। আজকের ম্যাচে দুটো বদল রয়েছে। জয়সওয়ালের জায়গায় বিরাট ঢুকছে। কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানে বরুণের অভিষেক হচ্ছে।”

আর এখানেই প্রশ্ন। কুলদীপ শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০২৪-র অক্টোবরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে। তারপর কুলদীপের হার্নিয়া অপারেশন হয়। মাঝে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ফলে চারমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কী এমন পরিশ্রম করেছেন যে বিশ্রাম দরকার পড়ল? প্রথম ওয়ানডেতে ভালো ছন্দে ছিলেন না। নাকি সেই জন্য বাদ দেওয়া হল? সেই জায়গায় ঢুকলেন বরুণ। টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্সের নিরিখে তিনি অবশ্যই যোগ্য। কিন্তু বরুণ তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। কুলদীপ আছেন। তাঁকে তো আরও ম্যাচ খেলানো দরকার। সেখানে বরুণের অন্তর্ভুক্তি সেই প্রশ্নটা ফের তুলে দিচ্ছে। হর্ষিত রানাকে নিয়েও পছন্দের প্লেয়ারদের অগ্রাধিকার দেওয়ার যে প্রশ্নটা গম্ভীরকে বারবার শুনতে হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement