সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরাল গান ‘ছি ছি ছি রে ননী’তে মাতল ভারত-ইংল্যান্ড ম্যাচ। মেতে উঠলেন দর্শকরা। সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ওড়িয়া ভাষার গানটি। আর ম্যাচ যখন কটকে, তখন এর রেশ থেকে বাঁচল না আন্তর্জাতিক ম্যাচও।
৬ বছর পর কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের ওয়ানডে ম্যাচ ফিরেছে। তা নিয়ে উন্মাদনা তুঙ্গে। টিকিট বিক্রির সময় পদপিষ্টের ঘটনার আশঙ্কাও ছিল। এদিনও স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি। সেখানে যখন ‘ননী’ বেজে উঠল, তখন দর্শকদের উচ্ছ্বাস দেখে কে?
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শামি-হর্ষিতদের সামলে বড় রানের দিকে এগিয়ে যান বেন ডাকেটরা। তবে জাদেজার স্পিনে রানের গতি কিছুটা থমকে যায়। তিন উইকেট তোলেন জাড্ডু। ম্যাচের বয়স তখন ৪২.৩ ওভার। ইংল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ২৪৮। জাদেজার বলে সদ্য আউট হয়েছেন জো রুট। ব্যাট করতে নামেন জেমি ওভারটন। সেই সময় বেজে উঠল ‘ছি ছি ছি রে ননী’। ভাইরাল গান শুনে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। আবার যখন স্টেডিয়ামের আলো নিভে যায়, তখনও এই গান বাজতে থাকে।
উল্লেখ্য, এই গান আসলে এক আহত প্রেমিকের হাহাকার। যার অর্থ “ধনসম্পদই কেবল দেখলে ননী, মনকে চিনলে না? সোনাদানা চিনলে, মানুষ চিনলে না?” ২০০৫ সালে প্রথমবার এই গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়। যদিও তা রেকর্ড হয়েছিল ১৯৯৫ সালে। মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন মানবভঞ্জন নায়েক। ভিডিওটির প্রযোজক ও গানটির রচয়িতা সীতারাম আগরওয়াল। গেয়েছিলেন সত্যনারায়ণ অধিকারী। পর্দায় দেখা গিয়েছে বিভূতি বিশ্বালকে। কে জানত, দুই দশক পরে আচমকাই ভাইরাল হয়ে যাবে গানটি। আর তার রেশ গিয়ে পড়বে ভারত-ইংল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচেও।
#cuttack and it’s love with Odiya music during intervals. Savage! #khatikatakia things. #INDvsENG #INDvsENGODI #BarabatiMatch #barabati #BCCI #OCA #Bhubaneswar #chichichirenani pic.twitter.com/j1MMyWebpm
— Jagyandatta mohanty (@jagyandatta) February 9, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.