Advertisement
Advertisement
IND vs NZ

প্যাটেলের ধাঁধায় সেঞ্চুরি হাতছাড়া গিলের, বড় রানের লিড তুলতে ব্যর্থ ভারত

শেষের দিকে সুন্দরের ঝোড়ো ইনিংসে লিড নিতে পারল ভারত।

IND vs NZ: India gets lead in first innings against New Zealand in Mumbai Test
Published by: Arpan Das
  • Posted:November 2, 2024 1:28 pm
  • Updated:November 2, 2024 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ইনিংসে ব্যর্থ প্রথম সারির ব্যাটাররা। কখনও-বা ভোগাচ্ছে নিচের দিকের ব্যাটার। সহজ কথায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে (IND vs NZ) এটাই ভারতের ব্যাটিং পারফরম্যান্স। তৃতীয় টেস্টে মুম্বইয়েও ছবিটা খুব একটা বদলাল না। লাঞ্চের সময় ভারত পিছিয়ে ছিল মাত্র ৪০ রানে। হাতে ছিল ৫ উইকেট। সেখান থেকে কোনও মতে ২৮ রানের লিড নিল টিম ইন্ডিয়া। আজাজ প্যাটেলের স্পিনের ধাঁধায় গিল, সরফরাজ, অশ্বিনরা বন্দি হয়ে গেলেন। তিনি পেলেন ৫ উইকেট। ৯০ রানে আটকে গেলেন শুভমান গিল। ভারতের ইনিংস থামল ২৬৩ রানে। শেষের দিকে সুন্দরের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ২৮ রানের লিড নিতে পারল ভারত। 

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমে গিয়েছিল ২৩৫। তার মধ্যে জাদেজার শিকার ৫টি উইকেট, সুন্দর তোলেন ৪ উইকেট। লক্ষ্য খুব একটা বড় নয়। ব্যাটিং ব্যর্থতা না ভোগালে সহজেই বড় রানের লিড নেওয়া যেত। সেই রাস্তাটা করেও দিয়েছিলেন শুভমান গিল ও ঋষভ পন্থ। কিন্তু লাঞ্চের সামান্য আগেই আউট হয়ে যান পন্থ। তিনি করেন ৬০ রান। তার আগে ৩৬ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি। ফলে বাকি দায়িত্ব ছিল টেল এন্ডারদের কাঁধে।

Advertisement

মুম্বইয়ের প্রবল গরমে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু বিপরীতে দাঁড়াতে পারলেন না জাদেজা, সরফরাজ, অশ্বিনরা। গিলকে ৯০ রানে ফেরালেন আজাজ প্যাটেল। অশ্বিন, সরফরাজকেও আউট করলেন তিনি। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর। আশা করা হচ্ছিল, বড় লিড উঠবে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রানআউট হলেন আকাশ দীপ। ভারতের ইনিংস থেমে গেল ২৬৩ রানে। লিড মাত্র ২৮ রান। তবে পিচে বল ঘুরছে। এই লিডও যথেষ্ট হতে পারে ‘হোয়াইটওয়াশ’ থেকে বাঁচার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement