সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডস টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই ভারত-ইংল্যান্ডের। ম্যাচের চারদিন কেটে গেলেও কোন দল শেষ হাসি হাসবে তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই অনন্য নজির গড়ে ফেলল ভারতীয় দল। ৯৩ বছরের ইতিহাসে এই প্রথমবার একটি টেস্টে পাঁচবার সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটাররা। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠবার তৈরি হল এমন নজির।
লিডস টেস্টের প্রথম দিন থেকেই রানের ফোয়ারা ছুটেছে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৭১ রান তোলে ভারত। ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকান যশস্বী জয়সওয়াল। পরে সেঞ্চুরি আসে অধিনায়ক শুভমান গিল এবং সহ অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট থেকেও। মাত্র ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ওপেনার কে এল রাহুল সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি আসে পন্থের ব্যাট থেকে। তবে দুর্দান্ত শুরু করেও ৩৬৪ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।
অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির প্রথম ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বিলেতের মাটিতে নতুন ইতিহাস লিখে ফেলল ভারত। ১৯৩২ সালে ভারতীয় দল টেস্ট খেলা শুরু করে। তারপর ৯৩ বছর কেটে গেলেও, একই টেস্টে পাঁচটি সেঞ্চুরি হাঁকানোর নজির গড়তে পারেনি ভারতীয় দল। অধিনায়ক হিসাবে শুভমান গিলের অভিষেক টেস্টে তৈরি হল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নয়া নজির। অন্যদিকে, ব্যক্তিগত নজির গড়েছেন ঋষভ পন্থও। ভারতের একমাত্র উইকেটকিপার-ব্যাটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।
উল্লেখ্য, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ তারকারা ছাড়াই বিলেতের মাটিতে আত্মবিশ্বাসে টগবগ করছে নতুন ভারত। তবে বাজবল টেস্টের যুগে খেলা গড়িয়েছে পঞ্চম দিনেও। কিন্তু একটা প্রশ্নই এখন চিন্তায় রাখছে ক্রিকেটপ্রেমীদের। এহেন নান্দনিক টেস্ট কি অমীমাংসিত ভাবেই শেষ হবে? নাকি শেষ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেমে ঘরের দল? কারণ এমন পরিস্থিতি থেকে ভারতকে জিততে হলে কার্যত অগ্নিপরীক্ষা দিতে হবে জশপ্রীত বুমরাহদের। ভারত কি পারবে জিততে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.