Advertisement
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ধাক্কা রোহিতদের, দেশে ফিরলেন কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য

কবে ফের দলের সঙ্গে যোগ দেবেন কোচ, জানা যায়নি।

India bowling coach Morne Morkel return before Champions Trophy
Published by: Anwesha Adhikary
  • Posted:February 18, 2025 8:57 am
  • Updated:February 18, 2025 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। সূত্রের খবর, মেগা টুর্নামেন্টের প্রস্তুতি ছেড়ে দেশে ফিরে যেতে হয়েছে বোলিং কোচ মর্নি মর্কেলকে। তাঁর বাবা মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ভারতীয় দল দুবাইয়ে পৌঁছনোর পর প্র্যাক্টিস ছিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার। কিন্তু সোমবার তাঁকে দলের সঙ্গে আর দেখা যায়নি। দলের সঙ্গে তিনি কবে যোগ দেবেন, সেই নিয়েও কিছু জানা যায়নি।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ। স্বভাবতই ধার কমেছে ভারতীয় বোলিং লাইন আপের। বুমরাহ না থাকায় ভারতের পেস অ‌্যাটাকের নেতৃত্বের ব‌্যাটন থাকবে মহম্মদ শামির হাতে। তাই দলের সেরা বোলিং অস্ত্রকে নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে পড়ে থাকছিলেন মর্কেল। যেহেতু চোট সারিয়ে ফিরেছেন বঙ্গ পেসার, তাই পুরোদমে বোলিংয়ের পাশাপাশি তাঁর ফিটনেসের দিকেও নজর রাখতে হচ্ছিল বোলিং কোচকে। কিন্তু টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচের আগেই মর্কেলের চলে যাওয়ায় ধাক্কা খাবে মেন ইন ব্লুর প্রস্তুতি।

Advertisement

সোমবার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকাকে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি। তারপর থেকেই জল্পনা শুরু হয়, কেন অনুশীলনে আসেননি বোলিং কোচ? সন্ধে গড়াতে জানা যায়, পিতৃবিয়োগ হয়েছে মর্কেলের। তাই দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হয়েছে তাঁকে। পিতৃশোক কাটিয়ে আবার কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, সেই তথ্যও জানা যায়নি। বোলিং কোচের পরামর্শ ছাড়াই বাংলাদেশ ম্যাচে হয়তো নামতে হবে রোহিত শর্মাদের।

তবে বোলিং কোচ না থাকলেও সোমবার অনুশীলনে দারুণ ছন্দে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটারদের। সাধারণত ধীরগতিতে খেলা কে এল রাহুলকে দেখা গিয়েছে আগ্রাসী ব্যাটিং করতে। কারণ তাঁকে সম্ভবত ফিনিশার হিসাবেই চাইছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে থাকা শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারকেও দারুণ ছন্দে দেখাচ্ছে নেটে। দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিও ভালো ব্যাটিং করেছেন অনুশীলন চলাকালীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement