সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে শুধু সিরিজ হারই সঙ্গী হয়নি টিম ইন্ডিয়ার। সেই সঙ্গে উঠে এসেছে অনেক বিতর্ক। এবার প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। দলের এক ক্রিকেটার ২৫০ কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। যার খরচ বহন করতে হয়েছিল খোদ বিসিসিআই-কেই।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর একাধিক ‘ফতোয়া’ জারি হয়েছে ভারতের ক্রিকেটারদের উপর। পরিবার নিয়ে যাওয়ায় যেমন বিধিনিষেধ এসেছে, তেমনই কত ওজনের লাগেজ নিয়ে যেতে পারবেন, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের নতুন নির্দেশ অনুযায়ী, বিদেশ সফরে একজন ক্রিকেটারের ১৫০ কেজি ওজনের লাগেজের খরচ বহন করা হবে। তার বেশি হলে গাঁটের কড়ি খসবে সেই ক্রিকেটারের।
যদিও বর্ডার গাভাসকর ট্রফির আগে পর্যন্ত সেই নিয়ম লাগু হয়নি। আর সেটারই ফাঁক গোলে বেরিয়ে গেলেন এক তারকা। সূত্রের খবর, ওই ক্রিকেটারের লাগেজের ওজন ছিল ২৫০ কেজি। মোট ২৭টা ব্যাগ ছিল তাঁর সঙ্গে। যার মধ্যে ছিল মোট ১৭টি ব্যাট। তবে শুধু তাঁর একার নয়, সঙ্গে ছিল তাঁর পরিবার ও ব্যক্তিগত সহায়কদের লাগেজও। যার পুরো খরচ দিতে হয়েছে বোর্ডকে।
তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি। যদিও জল্পনা-কল্পনা থামছে না। কোন কোন ক্রিকেটাররা পরিবার নিয়ে গিয়েছিলেন, সেটাও চর্চায় আসছে। আর এখানেই শেষ নয়। ওই ক্রিকেটার ও তাঁর পরিবারের যাতায়াতের পুরো খরচ দিতে হয়েছে বোর্ডকে। এমনকী অস্ট্রেলিয়ার এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বাদ যায়নি। তবে মোট কত টাকা খসেছে, সেটা জানা যায়নি। গোটা বিষয়টাতেই বোর্ডকর্তারা যথেষ্ট বিরক্ত বলেই জানা যাচ্ছে। কারণ, এই ঘটনা নতুন ক্রিকেটারদের উপর কুপ্রভাব ফেলতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.