Advertisement
Advertisement
WTC

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে ভারত, দু’বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলবে কারা?

এই চক্রে ভারত খেলবে মোট ১৮টি টেস্ট।

India starts WTC campaign, list of matches to be played

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 19, 2025 8:02 pm
  • Updated:June 19, 2025 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গত ১৭ জুন থেকে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে WTC নতুন সাইকেল শুরু হয়েছে। আগামীকাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানে নামছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ভারতের তরুণ ব্রিগেডের অগ্নিপরীক্ষা। বাকি দলগুলিও ধীরে ধীরে নেমে পড়বে টেস্টে সেরা হওয়ার দৌড়ে। ৯টি দলের সূচি কীরকম? রইল সব তথ্য।

Advertisement

২০২৫-২৭ চক্রে মোট ৭১টি টেস্ট ম্যাচ হবে। ৯টি দল লড়াই করবে ফাইনালে ওঠার জন্য। সবচেয়ে বেশি পয়েন্ট শতাংশ থাকা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। এই চক্রে ভারত খেলবে মোট ১৮টি টেস্ট। হোম সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই চক্রে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না। অন্যদিকে নতুন টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার অভিযান শুরু হবে চলতি বছরের অক্টোবরে, পাকিস্তানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া খেলবে মোট ২২টি টেস্ট। ইংল্যান্ডের মোট ম্যাচ ২১টি। ২০২৫-এ অ্যাশেজে মুখোমুখি হবে দুই দল।

একনজরে ২০২৫-২৭ চক্রের ম্যাচের সূচি

ভারত- মোট ম্যাচ ১৮
ঘরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (৫)
বাইরের মাঠে- ইংল্যান্ড (৫), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)

অস্ট্রেলিয়া- মোট ম্যাচ ২২
ঘরের মাঠে- ইংল্যান্ড (৫), নিউজিল্যান্ড (৪), বাংলাদেশ (২)
বাইরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (৩), দক্ষিণ আফ্রিকা (৩), ভারত (৫)

দক্ষিণ আফ্রিকা- মোট ম্যাচ ১৪
ঘরের মাঠে- অস্ট্রেলিয়া (৩), বাংলাদেশ (২), ইংল্যান্ড (৩)
বাইরের মাঠে- পাকিস্তান (২), ভারত (২), শ্রীলঙ্কা (২)

ইংল্যান্ড- মোট ম্যাচ ২১
ঘরের মাঠে- ভারত (৫), নিউজিল্যান্ড (৩), পাকিস্তান (৩)
বাইরের মাঠে- অস্ট্রেলিয়া (৫), দক্ষিণ আফ্রিকা (৩), বাংলাদেশ (২)

নিউজিল্যান্ড- মোট ম্যাচ ১৬
ঘরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (৩), ভারত (২), শ্রীলঙ্কা (২)
বাইরের মাঠে- ইংল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

শ্রীলঙ্কা- মোট ম্যাচ ১২
ঘরের মাঠে- বাংলাদেশ (২), ভারত (২), দক্ষিণ আফ্রিকা (২)
বাইরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (২), পাকিস্তান (২), নিউজিল্যান্ড (২)

ওয়েস্ট ইন্ডিজ- মোট ম্যাচ- ১৪
ঘরের মাঠে- অস্ট্রেলিয়া (৩), শ্রীলঙ্কা (২), পাকিস্তান (২)
বাইরের মাঠে- ভারত (২), নিউজিল্যান্ড (৩), বাংলাদেশ (২)

পাকিস্তান- মোট ম্যাচ- ১৩
ঘরের মাঠে- দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)
বাইরের মাঠে- বাংলাদেশ (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (৩)

বাংলাদেশ- মোট ম্যাচ- ১২
ঘরের মাঠে- পাকিস্তান (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (২)
বাইরের মাঠে- শ্রীলঙ্কা (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (২)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement