Advertisement
Advertisement
Sourav Ganguly

‘ফুটওয়ার্ক ঠিক থাকলে প্রচুর রান পাবে’, গিলের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ

বিরাট কোহলির পরিবর্ত রাতারাতি পাবে না ভারত. এখনও মনে করেন সৌরভ।

India vs England: Sourav Ganguly praises Shubman Gill
Published by: Subhajit Mandal
  • Posted:June 22, 2025 12:03 pm
  • Updated:June 22, 2025 12:03 pm  

স্টাফ রিপোর্টার: নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিলের ফুটওয়ার্ক দেখে তিনি নিছক খুশি নন, ভালো রকম প্রভাবিত। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, শুভমান যদি এমনই নিখুঁত ফুটওয়ার্ক রেখে যেতে পারেন, তা হলে বিদেশ সফরে তাঁর রাশি-রাশি রান পাওয়া মোটেও অসম্ভব হবে না। লিডস টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেন শুভমান। যাঁকে টানা মিডল এবং অফ স্টাম্প বরাবর বল করে গেলেও সুবিধে করতে পারেননি ইংল্যান্ড বোলাররা। বরং নিজের বডি ওয়েট নিখুঁত ট্রান্সফার করে অসামান্য কিছু ড্রাইভ খেলেছেন গিল, ব্যাটের ‘ভি’ অঞ্চল দিয়ে। যা দেখে সৌরভ মুগ্ধ বললেও কম বলা হয়।

Advertisement

“বিদেশের মাটিতে শুভমানের পায়ের মুভমেন্ট দেখে আমি অত্যন্ত খুশি। ফুটওয়ার্ক অসম্ভব ভালো ছিল শুভমানের। ওর ফুটওয়ার্কে প্রবল উন্নতি হয়েছে। তা ছাড়া আমার মনে হয়, ইংল্যান্ডের টস জিতে বোলিং করা উচিত হয়নি। তবে ওরা ভালো বোলিং করেওনি। আশা করছি, গিলের ফিট মুভমেন্ট এ রকমই থাকবে। সেটা থাকলে, ইংল্যান্ডে কেন, অন্যান্য বিদেশ সফরেও প্রচুর রান ও করবে,” শনিবার বলে দিয়েছেন সৌরভ। সঙ্গে যোগ করেছেন, ‘গিল যদি এ ভাবেই খেলতে থাকে, ওর ব্যাটিং গড় চল্লিশ-পঁয়তাল্লিশে চলে যাবে। আমার বিশ্বাস, হেডিংলির ইনিংস বিশ্বাস দেবে গিলকে। আর সেই বিশ্বাস তৈরি হয়, পারফরম্যান্সকে ভিত্তি করে। যে ভাবে গিল সুইং সামলাচ্ছিল প্রথম দিন, টেকনিকটা আমার দারুণ লেগেছে।”

একই সঙ্গে সৌরভ পরিষ্কার করে দিয়েছেন যে, বিরাট কোহলি-রোহিত শর্মার টেস্ট অবসরের পরেও তিনি বিন্দুমাত্র দুশ্চিন্তায় ছিলেন না ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। “ভারতীয় ক্রিকেটে কেউ না কেউ সব সময়ই চলে এসেছে টিমের ব্যাটন ধরতে। যশস্বী জয়সওয়ালের ব্যাটিং নিয়েও আমি এতটুকু আশ্চর্য নই। কারণ, বরাবরই ওকে আমার অসামান্য ব্যাটার হিসেবে মনে হয়। আমার মনে হয়, যশস্বীকে সমস্ত ফরম্যাটে খেলানো উচিত। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত-সর্বত্র আমি খেলতে দেখেছি যশস্বীকে। এটুকু বলব, টিমে আরও চার-পাঁচ জন ক্রিকেটার রয়েছে, যারা কি না সুযোগ পেলে রান করে দেবে,” বলে দিয়েছেন তিনি।

তবে সৌরভ এটাও মনে করেন যে, বিরাট কোহলির পরিবর্ত রাতারাতি পাবে না ভারত। সময় লাগবে। “বিরাট অসামান্য ক্রিকেটার। ওর পরিবর্ত পেতে সময় লাগবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement