Advertisement
Advertisement
India vs New Zealand

পন্থ, গিল, জাদেজা, মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে নজির ৩ ভারতীয় তারকার

কে কোন রেকর্ড গড়লেন?

India vs New Zealand: Subhman Gill, Rishabh Pant, Ravindra Jadeja makes reords
Published by: Subhajit Mandal
  • Posted:November 2, 2024 7:20 pm
  • Updated:November 2, 2024 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দুই টেস্টের ব্যর্থতা ভুলে মুম্বই টেস্টে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ভারত। দ্বিতীয় দিনের শেষে যা পরিস্থিতি তাতে খানিকটা হলেও অ্যাডভান্টেজে আছে টিম ইন্ডিয়া। আর সেটার মূল কারিগর ৩ জন। শুভমান গিল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। ঘটনাচক্রে এরা তিনজনই শনিবার ব্যক্তিগত নজির গড়েছেন।

কিউয়িদের বিরুদ্ধে ঋষভ পন্থ প্রথম ইনিংসে করেছেন ৬০ রান। তাও মাত্র ৫৯ বলে। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার অর্ধশতরানে পৌঁছে গিয়েছিলেন মাত্র ৩৬ বলে। যা কিনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটারের করা দ্রুততম অর্ধশতরান। এর আগে এই রেকর্ড ছিল পন্থেরই সতীর্থ যশস্বী জয়সওয়ালের দখলে। জয়সওয়াল পুণে টেস্টেই ৪১ বলে অর্ধশতরান করেছিলেন।

Advertisement

প্রথম ইনিংসে ভারতের ইনিংসের ভিত তৈরি করে দিয়েছেন শুভমান গিল। তাঁর ৯০ রানের ইনিংসে ভর করেই ২৮ রানের সামান্য লিড পায় টিম ইন্ডিয়া। ওই ঝকঝকে ইনিংসে নতুন মাইলফলক ছুয়েছেন গিলও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। টপকে গেলেন চেতেশ্বর পুজারাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে গিলের সংগ্রহ ১৭৯৯ রান। পুজারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে করেছেন ১৭৬৯ রান। এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ২৬৭৪ রান। ২৪২৬ রান করে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। তৃতীয় স্থানে থাকা পন্থের সংগ্রহ ১৯৩৩ রান।

রবীন্দ্র জাদেজা কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট তুলেছেন। এদিন নজির গড়েছেন তিনিও। দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক মরশুমে ৫০ উইকেট পেলেন তিনি। এর আগে রবিচন্দ্রন অশ্বিন এই কীর্তি করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement