Advertisement
Advertisement
IPL 2025 Mega Auction

শেষবেলায় ঝোড়ো ব্যাটিং, কেমন হল কেকেআরের দল?

কেমন হতে পারে প্রথম একাদশ?

IPL 2025 Mega Auction: KKR squad analysis
Published by: Subhajit Mandal
  • Posted:November 25, 2024 10:47 pm
  • Updated:November 26, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলাম পর্ব শেষ। তৈরি কলকাতা নাইট রাইডার্সের দল। পুরনো নাইটদের ফেরাতে হবে। নিলাম টেবিলে মোটামুটি ধনুকভাঙা পণ করে নেমেছিল কেকেআর। সেই কাজে অনেকটা সফল হয়েছে নাইট ম্যানেজমেন্ট। তবে দিনের শেষ একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দল আগের বারের মতো শক্তিশালী হল তো?

আইপিএল নিলামের (IPL 2025 Mega Auction) প্রথম দিন মোটামুটি প্রথম একাদশ সাজিয়ে ফেলেছিল নাইটরা। দ্বিতীয় দিন স্কোয়াডের ফাঁকফোকর পূরণের উদ্দেশে নামে কেকেআর। হাতে টাকা বেশি ছিল না। ফলে দিনের বেশিরভাগ সময় নিষ্ক্রিয়ই থাকতে হয় নাইটদের। কিন্তু শেষবেলায় এসে সস্তায় জনা চারেক ক্রিকেটার তুলে নিয়ে দলের ফাঁকফোকর অনেকটা ভরিয়ে ফেলে নাইটরা। শেষবেলায় কেকেআর তুলে নেয় মইন আলি (২ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), অনুকূল রায় (৮০ লক্ষ), উমরান মালিকদের (৭৫ লক্ষ)।

Advertisement

নাইটদের প্রথম লক্ষ্য ছিল আন্দ্রে রাসেলের পরিবর্ত খোঁজা। রাসেলে চোটপ্রবণতা নতুন কিছু নয়। তাঁর জন্য ভালো মানের বিকল্প খুঁজে নিতে চাইছিল কেকেআর। সেই পরিবর্ত তাঁরা পেয়েও গিয়েছে। দেড় কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজেরই রভম্যান পাওয়েলকে দলে নিয়েছে নাইটরা। পাওয়েল শেষদিকে পাওয়ার হিটিংটা পারেন। দরকার পড়লে বলটাও টুকটাক করে দেন। নিতান্তই রাসেলকে কোনও ম্যাচে না পাওয়া গেলে বিকল্প হিসাবে তিনি মন্দ হবেন না। টপ অর্ডারের জন্য আরও একজন উপযোগী ক্রিকেটার কিনে ফেলেছে নাইটরা। তিনি মণীশ পাণ্ডে, প্রাক্তন নাইট। গত মরশুমেও একটি ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষবেলায় ২.৮ কোটি টাকায় স্পেন্সার জনসনের মতো পেসারকেও দলে নিয়েছে নাইটরা।

তবে নাইটদের সবচেয়ে বড় চমক ছিল একেবারে শেষের দিকে মইন আলি এবং অজিঙ্ক রাহানেকে কিনে নেওয়া। দরকার পড়লে সুনীল নারিনের পরিবর্ত হিসাবে খেলতে পারবেন মইন। টপ অর্ডারে ফ্লোটার হিসাবে ব্যবহার করা যেতে পারে তাঁকে। রাহানে বা মণীশ পাণ্ডেকে তিন নম্বরে খেলানো যেতে পারে। বোলিং বিভাগে যে দুই ভারতীয় পেসার রয়েছেন তাঁদের বিকল্প হিসাবে স্পিড সেনসেশন উমরান মালিককেও খেলানো যেতে পারে।

তবে দিনের শেষে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে নাইট স্কোয়াডে। স্টার্কের জায়গা নখিয়া নিতে পারবেন তো? শ্রেয়স আইয়ারের জুতোয় পা গলাতে পারবেন তো অঙ্ককৃষ রঘুবংশীরা? সবচেয়ে বড় প্রশ্ন, কেকেআরের এই স্কোয়াডে সেই এক্স ফ্যাক্টর কই?

কলকাতা নাইট রাইডার্স

রিঙ্কু সিং (১৩ কোটি)
সুনীল নারিন (১২ কোটি)
আন্দ্রে রাসেল (১২ কোটি)
বরুণ চক্রবর্তী (১২ কোটি)
হর্ষিত রানা (আনক্যাপড) (৪ কোটি)
রমনদীপ সিং (আনক্যাপড) (৪ কোটি)

ভেঙ্কটেশ আইয়ার ২৩.৭৫ কোটি
আনরিখ নখিয়া ৬.৫০ কোটি
কুইন্টন ডি’কক ৩.৬০ কোটি
অঙ্গকৃষ রঘুবংশী ৩ কোটি
রহমানুল্লাহ গুরবাজ ২ কোটি
বৈভব অরোরা ১.৮০ কোটি
ময়ঙ্ক মার্কণ্ডে ৩০ লক্ষ

রভম্যান পাওয়েল ১.৫০ কোটি
স্পেনসার জনসন ২.৮০ কোটি
মইন আলি ২ কোটি
অজিঙ্ক রাহানে ১.৫০ কোটি
উমরান মালিক ৭৫ লক্ষ
মণীশ পাণ্ডে ৭৫ লক্ষ
অনুকূল রায় ৮০ লক্ষ
লাভনীত সিসোদিয়া ৩০ লক্ষ

সম্ভাব্য প্রথম একাদশ:
গুরবাজ/ডি’কক
নারিন
অঙ্গকৃষ রঘুবংশী
ভেঙ্কটেশ আইয়ার
রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল
রমনদীপ সিং
আনরিখ নখিয়া/ স্পেন্সার জনসন
হর্ষিত রানা
বরুণ চক্রবর্তী
বৈভব অরোরা

ইমপ্যাক্ট ক্রিকেটার: মণীশ পাণ্ডে/ রাহানে/অনুকুল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement