অনুশীলনে রাজার মেজাজে বিরাট কোহলি। ছবি: পিটিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল ১০টি। তবে এবারের আইপিএলের ম্যাচগুলি হবে ১৩টি আলাদা আলাদা ভেন্যুতে। যার ফলে অন্যান্য বারের তুলনায় এবার প্রায় সব দলকেই টুর্নামেন্ট চলাকালীন বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এবারের আইপিএলে ১০টি দল নিজেদের হোম ম্যাচগুলি আগের মতো হোম ভেন্যুতে খেলবে। তবে পাশাপাশি দিল্লি, রাজস্থান এবং পাঞ্জাব কিংস বিকল্প ভেন্যু হিসাবে বিশাখাপত্তনম, গুয়াহাটি এবং ধর্মশালায় খেলবে।
কোটি টাকার টুর্নামেন্টে সবচেয়ে বেশি সফর করতে হচ্ছে দক্ষিণের দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসকে। তুলনায় দক্ষিণের আর এক দল হায়দরাবাদ ভাগ্যবান। টুর্নামেন্টে সবচেয়ে কম সফর করতে হবে হায়দরাবাদকেই। বেশি পথ যাতায়াতের নিরিখে দ্বিতীয় স্থানে দিল্লি, তৃতীয় স্থানে লখনউ, চতুর্থ ও পঞ্চম স্থানে গুজরাট ও মুম্বই। ষষ্ঠ স্থানে রাজস্থান রয়্যালস। কেকেআর যাতায়াতের নিরিখে সপ্তম স্থানে। নাইটদের টুর্নামেন্টের গ্রুপ পর্বে ১৩,৫৩৭ পথ যাতায়াত করতে হবে।
ধকলের আইপিএল
কোন দলকে কত দূরত্ব যাতায়াত করতে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ: ৮,৫৩৬
দিল্লি ক্যাপিটালস: ৯,২৭০
লখনউ সুপার জায়ান্টস: ৯,৭৪৭
গুজরাট টাইটান্স: ১০,৪০৫
মুম্বই ইন্ডিয়ান্স: ১২,৭০২
রাজস্থান রয়্যালস: ১২,৭৩০
কলকাতা নাইট রাইডার্স: ১৩,৫৩৭
পাঞ্জাব কিংস: ১৪,৩৪১
চেন্নাই সুপার কিংস: ১৬,১৮৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭,০৮৪
বস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোন দলকে কতটা যাতায়াত করতে হচ্ছে সেটা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রায় গোটা বিশ্বের ক্রিকেট মহল অভিযোগ করেছে, শুধু দুবাইয়ে খেলায় বাড়তি সুবিধা পেয়েছে ভারত। বস্তুত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে ট্র্যাভেল করাটা যে ক্রিকেটারদের বিধ্বস্ত এবং ক্লান্ত করে দিতে পারে, সেটা অস্বীকার করার জায়গা নেই। পুরো বিষয়টা বেশ ধকলের। আর সেই ধকল সবচেয়ে বেশি অনুভব করবে আরসিবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.