Advertisement
Advertisement
Virat Rohit

‘ভারতীয় দলে বিরাট-রোহিতের যোগ্য পরিবর্ত আছে’, ইংল্যান্ডকে সতর্ক করছেন অ্যান্ডারসন

'ঘরের মাঠে হলেও ভারতকে সামলানো সহজ হবে না', বলছেন কিংবদন্তি পেসার।

James Anderson says India team has replacement of Virat Rohit
Published by: Anwesha Adhikary
  • Posted:May 15, 2025 1:19 pm
  • Updated:May 15, 2025 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ইংল্যান্ড সফর দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-‘২৭ পর্বের খেলা। তার আগেই বড় বদল এসেছে ভারতের দলে। দিন কয়েকের ব্যবধানে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের মতো কঠিন সফরে ভারতের চ্যালেঞ্জ এই দুই তারকার অনুপস্থিতিতে যে বাড়ছে, নতুন করে বলার প্রয়োজন হয় না।

তবে বিরাট-রোহিতের যোগ্য উত্তরসূরি ভারতের হাতে আছে বলেই মনে করছেন প্রাক্তন ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন। এমনিতে বিরাটের সঙ্গে অ্যান্ডারসনের দ্বন্দ্ব মহাকাব্যিক। প্রায় এক যুগ আগে ‘ইংলিশ সামারে’ বিরাটকে রীতিমতো অসহায় দেখিয়েছিল অ্যান্ডারসনের সুইংয়ের সামনে। পরের দুই সফরে অবশ্য পাল্টা দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকাও। শেষ ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন রোহিতও। তাঁদের অনুপস্থিতিতে শুধু ব্যাটিং নয়, নতুন ক্যাপ্টেনও খুঁজতে হবে ভারতকে।

সেই কথা মাথায় রেখেই অ্যান্ডারসন এক সাক্ষাৎকারে বলছিলেন, “বিরাট প্রবাদপ্রতিম। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। আর রোহিত না থাকায় নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে ইংল্যান্ড সফরে আসবে ভারত। নিশ্চিতভাবেই এই শূন্যস্থান বিশাল। তবে তা ভরাট করার প্রতিভা ওদের স্কোয়াডে আছে।” আর এই প্রতিভার বাড়বাড়ন্তের জন্য আইপিএল-কে কৃতিত্ব দিয়েছেন অ্যান্ডারসন।

ইংরেজ পেসারের কথায়, “ভারত এখন আইপিএল থেকে সরাসরি টেস্ট টিমে প্লেয়ার নিয়ে আসছে, যারা আক্রমণাত্মক, আগ্রাসী এবং ভয়ডরহীন।” বিরাট-রোহিত না থাকায় ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড সুবিধা পাবে বলে মনে করেন মইন আলির মতো প্রাক্তন। তবে ভারতকে হালকা ভাবে নেওয়ার পক্ষে নন অ্যান্ডারসন। বলেন, “এরপর অ্যাশেজ খেলতে যাব আমরা। নিজের কেরিয়ারে দেখেছি, ১৮ মাস আগে থেকেই অনেকে অ্যাশেজের প্রস্তুতি শুরু করে দিত। কিন্তু ভুলে যেত, তার আগেও সিরিজ আছে! ঘরের মাঠে হলেও ভারতকে সামলানো সহজ হবে না। ওরা এখনও শক্তিশালী দল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement