সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি করা হল কিলিয়ান এমবাপেকে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই অসুস্থ ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তারপর বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। উল্লেখ্য, আগামী রবিবার আবারও ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। সেই ম্যাচে আদৌ এমবাপেকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
আপাতত ক্লাব বিশ্বকাপ খেলতে আমেরিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার আল হিলালের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচের আগে অনুশীলনেই নামতে পারেননি এমবাপে। সেই সময়ে জ্বরে ভুগছিলেন ফ্রান্সের অধিনায়ক। মঙ্গলবার অনুশীলনে থাকতে পারেননি এমবাপে। পরের দিন অর্থাৎ বুধবার ম্যাচেও খেলেননি তারকা স্ট্রাইকার। ওই ম্যাচে আল-হিলালের সঙ্গে ১-১ ড্র করে রিয়াল।
ম্যাচের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় এমবাপের। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। পরে রিয়াল মাদ্রিদের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, গ্যাস্ট্রোএনটেরিটিসের সমস্যা দেখা দিয়েছে এমবাপের। সেকারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেখানে ভর্তি থেকেই বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে এমবাপেকে।
উল্লেখ্য, আগামী রবিবার ফের ক্লাব বিশ্বকাপের ম্যাচ রয়েছে রিয়ালের। সেই ম্যাচের আগে তারকা ফুটবলার সুস্থ হয়ে উঠবেন কিনা জানা নেই। এমবাপেকে বাদ দিয়েই হয়তো আবারও মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। ক্লাবের তরফে এমবাপের খেলার সম্ভাবনা নিয়ে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, গ্যাস্ট্রোএনটেরিটিস মূলত ভাইরাসবাহিত রোগ। অন্ত্র এবং পেটের উপর প্রভাব ফেলে এই ভাইরাস, তার জেরে এই অঙ্গগুলির কার্যকলাপ ব্যাহত হয়। এই সমস্যায় আক্রান্ত হলে জ্বর, বমি, দুর্বলতার মতো উপসর্গগুলি দেখা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.