Advertisement
Advertisement
Karun Nair

আট বছর পর ভারতীয় দলের জার্সিতে করুণ, দীর্ঘ অপেক্ষার পর কামব্যাকের তালিকায় আর কারা?

তালিকায় কত নম্বরে করুণ?

Longest gap between Test appearances including Karun Nair

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:June 20, 2025 6:37 pm
  • Updated:June 20, 2025 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ভারতীয় দলে সুযোগ পেলেন করুণ নায়ার। আরও স্পষ্ট করে বললে ৮ বছর ৮৩ দিন পর। অর্থাৎ সব মিলিয়ে ৩০০৩ দিন। কিন্তু শুধু করুণ নয়, তার আগে অনেক ভারতীয় ক্রিকেটারই আছেন যাঁদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল ফের টেস্টে দেশের জার্সি পরার জন্য।

Advertisement

করুণ শেষ টেস্টটি খেলেছিলেন ২০১৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে ২০১৬ সালে এক ইনিংসে করেছিলেন ৩০৩ রান। ঘটনাচক্রে সেটাও ছিল ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০২২ সালে দল থেকে বাদ পড়ার এক্স হ্যান্ডলে করুণ লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আরেকটা সুযোগ দাও’। অবশেষে ৮ বছর ৮৩ দিন পর সেই সুযোগটা পেলেন। গত মরশুমে ঘরোয়া ক্রিকেট করুণের প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছে। রনজিতে দল বদলে এসেছিলেন বিদর্ভে। যারা রনজি চ্যাম্পিয়নও হয়েছে।

তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দীর্ঘ অপেক্ষার পর কামব্যাকে সবার উপরে রয়েছেন লালা অমরনাথ। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মহিন্দর অমরনাথের বাবাকে অপেক্ষা করতে হয়েছিল ১২ বছর ১২৯ দিন। ১৯৩৪ সালে ভারতের হয়ে খেলার পর ফের তাঁকে দেশের জার্সিতে দেখা গিয়েছিল ১৯৪৬ সালে। এরপর আছেন ইফতিকার আলি খান পতৌদি। তিনি কামব্যাক করেছিলেন ১২ বছর ১০ দিন পর। এছাড়াও আছেন দত্তারাম ধরমজি হিন্ডেলকর, সৈয়দ মুস্তাক আলি, বিজয় মার্চেন্ট প্রমুখ।

সাম্প্রতিক সময়ে অপেক্ষা করতে হয়েছে জয়দেব উনাদকাট, দীনেশ কার্তিক, পার্থিব প্যাটেল। এর মধ্যে উনাদকাটকেও অপেক্ষা করতে হয়েছে ১২ বছর ২ দিন। ২০১০-এ একটি টেস্ট খেলার পর ফের লাল বলে হাত ঘুরিয়ে ছিলেন ২০২২-এ।

একনজরে দীর্ঘ অপেক্ষার পর টেস্টে কামব্যাক করা ক্রিকেটারদের তালিকা-
লালা অমরনাথ                             ১২ বছর ১২৯ দিন
ইফতিকার আলি খান পতৌদি      ১২ বছর ১০ দিন
জয়দেব উনাদকাট                        ১২ বছর ২দিন
দত্তরাম ধরমজি হিন্ডলেকর          ৯ বছর ৩৫৭দিন
সৈয়দ মুস্তাক আলি                       ৯ বছর ৩৩৬ দিন
কোত্তারি সুব্বান্না নাইডু                 ৯ বছর ৩২৯ দিন
বিজয় মার্চেন্ট                                ৯ বছর ৩০৮ দিন
দীনেশ কার্তিক                              ৮ বছর ১৪৪ দিন
পার্থিব প্যাটেল                              ৮ বছর ১০৭ দিন
করুণ নায়ার                                 ৮ বছর ৮৩ দিন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement