Advertisement
Advertisement
Ajinkya Rahane

৩৬ বছরে কথা রাখেননি গাভাসকর! অ্যাকাডেমির জমি এবার রাহানেকে দিল মহারাষ্ট্র সরকার

ইরানি ট্রফিতে মুম্বইকে নেতৃত্বও দেবেন রাহানে।

Maharashtra Government allots plot for Ajinkya Rahane that unutilized by Sunil Gavaskar
Published by: Arpan Das
  • Posted:September 24, 2024 8:53 am
  • Updated:September 24, 2024 9:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬ বছর আগের কথা। তখন মহারাষ্ট্র সরকারের থেকে জমি পেয়েছিলেন সুনীল গাভাসকর। পরিকল্পনা ছিল একটা ক্রিকেট অ্যাকাডেমি গড়ার। কিন্তু তার পর তিন যুগ কেটে গিয়েছে। গাভাসকরের পরিকল্পনা দিনের আলো দেখেনি। এবার সেই জমিই একই উদ্দেশ্যে অজিঙ্ক রাহানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

বছর দুয়েক আগে যদিও সেই জমি ফিরিয়ে দিয়েছিলেন গাভাসকর। বান্দ্রা এলাকার জমির পরিমাণ ছিল ২০০০ বর্গমিটার। প্রথমে প্রস্তাব ছিল একটি ইন্ডোর স্টেডিয়াম করার। তবে সেটা আর বাস্তব হয়নি। অবশেষে জমি ফেরত পেয়ে তা রাহানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ইতিমধ্যেই প্রস্তাব পাশ হয়ে গিয়েছে বলেই খবর। রাহানে এই জমি পাচ্ছেন ৩০ বছরের লিজে।

Advertisement

তবে সমস্যাও আছে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পরে থাকার পর কিছু জমি জবরদখলও হয়ে গিয়েছে। যদিও জমি পেয়ে আপ্লুত রাহানে। সোশাল মিডিয়ায় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলারকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, “এই অ্যাকাডেমি নতুন প্রতিভাদের বিশ্বমানের পরিকাঠামোর সাহায্যে তত্ত্বাবধান করবে। যেখান থাকে আমার ক্রিকেট সফর শুরু হয়েছে, সেই শহর থেকে আরও অসংখ্য চ্যাম্পিয়ন উঠে আসবে।”

শুধু অ্যাকাডেমির জন্য জমি পাওয়া নয়, আরও সুখবর অপেক্ষা করে আছে রাহানের জন্য। গত মরশুমে তাঁর হাত ধরেই রনজি ট্রফি পেয়েছিল মুম্বই। মাঝে কাউন্টি ক্রিকেটেও দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এবার আগামী বছরের ইরানি ট্রফিতে মুম্বই দলকে নেতৃত্ব দেবেন রাহানে। এই দলে শ্রেয়স আইয়ার ও শার্দুল ঠাকুরের মতো তারকা থাকা সত্ত্বেও ভারতের প্রাক্তন সহ-অধিনায়ককেই ভরসা করছে মুম্বই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement