Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

বাঁচিয়েছিলেন পন্থকে, প্রেমিকাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা সেই ‘হিরো’র

ভিনজাতের এই প্রেম মেনে নেয়নি দুজনের পরিবার।

Man who saved Rishabh Pant's life tried to kill himself
Published by: Anwesha Adhikary
  • Posted:February 13, 2025 3:27 pm
  • Updated:February 13, 2025 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর তিনিই বাঁচিয়েছিলেন ঋষভ পন্থকে। কিন্তু পরিবারের চাপে পড়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলেন সেদিনের ‘হিরো’ রজত কুমার। জানা গিয়েছে, দিনকয়েক আগে প্রেমিকাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। একসঙ্গে বিষ খান দুজনে। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন ঋষভকে ‘জীবনদান’ করা রজত।

জানা গিয়েছে, মনু কাশ্যপ নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল রজতের। কিন্তু ভিনজাতের এই প্রেম মেনে নেয়নি দুজনের পরিবার। তাঁদের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। সেই ঘটনা মানতে পারেননি রজত এবং মনু। তাই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন যুগল। গত ৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুজঃফরনগরে বুচ্চা বস্তি গ্রামে একসঙ্গে বিষ খান দুজনে। মাঠে পড়ে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মনুর মৃত্যু হয়। এখন মৃত্যুর পাঞ্জা লড়ছেন রজত।

Advertisement

মেয়ের মৃত্যুর পর আবার রজতের বিরুদ্ধে পালটা অভিযোগ আনেন মনুর মা। পুলিশের কাছে গিয়ে তিনি দাবি করেন, মনুকে অপহরণ করে বিষ খাইয়েছেন রজত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। অন্যদিকে, বিষ খাওয়ার পরে আপাতত চিকিৎসাধীন রয়েছেন রজত। কীটনাশক খেলেও আপাতত সুস্থ হয়ে উঠছেন তিনি। যদিও তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যরাত। বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে গোটা দুনিয়া। ঠিক তখনই ভয়ংকর এক পথ দুর্ঘটনার খবরে শিউরে উঠেছিল ক্রিকেটবিশ্ব। মৃত্যুর মুখ থেকে কোনওক্রমে রক্ষা পান ঋষভ পন্থ। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় তাঁর গাড়ি। কাচ ভেঙে সেই সময়ে তারকা ক্রিকেটারকে উদ্ধার করেন এই রজতই। সেদিন তারকার প্রাণ বাঁচানো ত্রাতাই আজ পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement