সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলার মিচেল স্টার্কের তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাতেও রক্ষা নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়াদের ভোগালেন ব্যাটার স্টার্কও। লর্ডসে হাফসেঞ্চুরি করে বাভুমার দলের সামনে শুধু বিরাট লক্ষ্যই দিলেন না। সেই সঙ্গে নয়া রেকর্ডও গড়লেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন স্টার্কই। আইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের উইকেট তুলে নেন অজি পেসার। তারপর দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে ব্যাট করতে নামলেও একসময় চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্টার্ক। শেষ পর্যন্ত ১৩৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সামনে রীতিমতো নাকাল হয় দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ।
আর তার সুবাদেই বিরাট রেকর্ড গড়লেন স্টার্ক। তিনিই প্রথম ক্রিকেটার, যিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নয় নম্বর বা তার পরে ব্যাট করতে নেমে ৪০ রানের বেশি ইনিংস খেললেন। এর আগে সর্বোচ্চ ছিল ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ব্রাউন ৩৫ রান। অন্যদিকে আইসিসির কোনও টুর্নামেন্টের ফাইনালে আট নম্বরের পরে ব্যাট করতে নামা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি করলেন। এর আগে ২০২৩ সালে শার্দূল ঠাকুর হাফসেঞ্চুরি করেছিলেন।
এছাড়া আইসিসির নকআউট ম্যাচে নয় নম্বর বা তার পরে ব্যাট করে সর্বোচ্চ রান করলেন। এর আগে যে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার রোরি কেইনভেডট। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৪৩ রান করেছিলেন তিনি। আর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্টার্কের ৫৮ রানের সুবাদে অস্ট্রেলিয়া থামে ২০৭ রানে। দক্ষিণ আফ্রিকার জন্য ২৮২ রানের বিরাট লক্ষ্য রেখেছে অজিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.