ছবি: সিএবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগান। সেমিফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব। ৬ উইকেটে জিতে ফাইনালে সবুজ-মেরুন শিবির। ফাইনালে তাদের মুখোমুখি কালীঘাট ক্লাব।
শেষ ম্যাচে ডার্বি জিতেছিল মোহনবাগান। সেমিফাইনালের জয়ের নেপথ্যে রণজ্যোত সিং খাইরার দুরন্ত ইনিংস। প্রথমে ব্যাট করে ভবানীপুর তোলে ১৭৪ রান। ৪৬ বলে ৫৬ রান করেন শাকির হাবিব গান্ধী। তাঁকে যোগ্য সঙ্গে দেন জেসল কারিয়া (২৩ বলে ৪৪)। তবে অনুরাগ তিওয়ারি, প্রদীপ কুমারদের বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে থেমে যায় ভবানীপুরের ইনিংস।
জবাবে ১৮.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। রণজ্যোত সিং খাইরা ৪৬ বলে ৫৬ রান করেন। ৪৪ রান করে অপরাজিত থাকেন শুভঙ্কর বল। কার্যকরী ইনিংস খেলেন বিকাশ সিং (২৮) ও সুদীপ কুমার ঘরামি (২৭)। ভবানীপুরের বোলারদের মধ্যে রবি কুমার ২ উইকেট তোলেন। ৬ উইকেটে ম্যাচ জেতে মোহনবাগান।
অন্য সেমিফাইনালে টাউন ক্লাবকে মাত্র ১৪৪ রানে অল আউট করে দেয় কালীঘাট। জবাবে মাত্র ১৫.৪ ওভারে জয়ে ছিনিয়ে নেয় তারা। ঋতম পোড়েলের ৬৯ রান ও অনুষ্টুপ মজুমদারের ৪১ রানের কোনও উত্তর ছিল না টাউন ক্লাবের কাছে। ২৩ মে, শুক্রবার যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে কালীঘাটের মুখোমুখি হবে মোহনবাগান।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.