সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের দীর্ঘ কেরিয়ার শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউথি। তাঁর শেষ ম্যাচ স্মরণীয় করে রাখলেন টম ল্যাথামরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কিউয়িরা জিতল বিরাট ৪২৩ রানে। আবার সেই সঙ্গে দুশ্চিন্তা তৈরি হল আরেক তারকা কেন উইলিয়ামসনকে নিয়েও। টেস্ট শেষে কী বললেন তিনি?
শেষ টেস্টে দুই উইকেট তুলেছেন সাউথি। ব্যাট হাতে জুড়েছেন ২৫ রান। টেস্ট উইকেটে তাঁর উইকেট সংখ্যা ৩৯১। সেই সঙ্গে ব্যাটিংয়ে এমন রেকর্ড আছে, যে কারণে তাঁর নাম রয়েছে ক্রিস গেইলের সঙ্গে। টেস্ট ক্রিকেটে ৯৮টি ছয় মেরেছেন সাউথি। অন্যদিকে ক্রিস গেইলেরও টেস্টে ছয়ের সংখ্যা সমান। যদিও ১০০ ছয় মারার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল সাউথির।
বিদায়বেলায় সাউথি বলেন, “১৭ বছরের কেরিয়ারের সুযোগ দেওয়ার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ। সমস্ত উত্থানপতনে পাশে ছিল আমার পরিবার। দলের সঙ্গে সফরটা সবসময় উপভোগ করেছি। ভক্তদেরও ধন্যবাদ জানাই। এবার একজন ভক্ত হিসেবে খেলা দেখার জন্য মুখিয়ে আছি। সকলকে শুভেচ্ছা।” এই টেস্টে জয় পেলেও সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে কিউয়িরা।
সেই সঙ্গে অন্য চিন্তাও রয়েছে নিউজিল্যান্ডের। সেটা কেন উইলিয়ামসনকে নিয়ে। দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান করেছেন তিনি। ম্যাচের পর উইলিয়ামসন বললেন, “পরের টেস্টের জন্য যথেষ্ট সময় আছে। আপাতত সামনের ম্যাচগুলোতে মনোযোগ দিতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফিসহ একাধিক ম্যাচ আছে সামনে। আমি বরং সেগুলোর জন্য উত্তেজিত। দেখাই যাক না, কী পরিস্থিতি দাঁড়ায়। টেস্ট ক্রিকেট ভালোবাসি। কিন্তু সূচি অনুযায়ী সামনে আর খুব বেশি টেস্ট খেলার সুযোগ নেই।” তারপরও জল্পনা, তাহলে কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.