Advertisement
Advertisement
Rohit Sharma and Virat Kohli

দুমাস পর ভাঙল ঘুম! রোহিত-বিরাটদের বিশ্বজয়ের শুভেচ্ছা জানাতেই ‘ট্রোলড’ পাক-ক্রিকেটার

'আপনি কি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গেলেন?' প্রশ্ন নেটদুনিয়ায়।

Nida Dar congratulates India and Rohit Sharma and Virat after two months of winning World Cup

ছবি: সংগৃহীত

Published by: Arpan Das
  • Posted:September 5, 2024 9:28 pm
  • Updated:September 6, 2024 3:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২৯ জুন। তার পর দুমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। দেশের ক্রিকেটভক্তদের মধ্যে থেকে যদিও আনন্দের রেশ কাটেনি। কিছুটা ব্যথাও লুকিয়ে রয়েছে তার ভিতরে। কারণ, দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আর কোনও দিন নামবেন না রোহিত-বিরাট। কিন্তু তা বলে দুমাস পরে, সেই উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে কে? সেরকমই ঘটনা ঘটালেন পাকিস্তানের মহিলা দলের ক্রিকেটার নিদা দার।

তার পরই বর্ডারের দুপ্রান্ত থেকে কটাক্ষ উড়ে গেল তাঁর জন্য। বাধ্য হয়ে সেই পোস্টই মুছে দিলেন নিদা। ঠিক কী লিখেছিলেন পাক-ক্রিকেটার? সোশাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন তিনি। তার একটিতে ছিল ট্রফি হাতে বিরাট কোহলি ও রোহিত শর্মার ছবি। অন্যটিতে রয়েছেন রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে ক্যাপশনে নিদা লিখেছিলেন, “ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা। বিশেষ শুভেচ্ছা রোহিত ও বিরাটকে ক্রিকেট তাঁদের বিশাল অবদানের জন্য। তোমাদের নেতৃত্ব, প্রতিভা ও লড়াইয়ের মানসিকতা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।”

Advertisement

[আরও পড়ুন: দলীপ ট্রফির প্রথম দিনে ব্যর্থ শ্রেয়স-ঋষভ, সেঞ্চুরিতে উজ্জ্বল মুশির খান, রান এল অক্ষরের ব্যাটেও]

ব্যস, তার পরই সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন নিদা। কেউ লেখেন, তিনি কি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গেলেন? কেউ বা লিখেছেন নিদা বোধহয় এইমাত্র মঙ্গলগ্রহ থেকে ফিরে এলেন। অনেকে আবার নিদা নয়, দোষ দিচ্ছেন পাকিস্তানকেই। তাঁদের দেশের ইন্টারনেট পরিষেবা এতটাই ধীরগতির যে দুমাস পরে এটা আজ পোস্ট হল। আবার কেউ লিখেছেন, এখনই বাবর আজমের সোশাল মিডিয়া ম্যানেজারকে নিয়োগ করা উচিত নিদার।

[আরও পড়ুন: অলিম্পিকে পদক জিতেছিলেন খোলা চুলে, নতুন রূপের মনুকে দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন]

পরে অবশ্য এই ঘটনার ব্যাখ্যাও দেন তিনি। নিদা জানান, এই টুইটটা তিনি করেছিলেন ৩০ জুন। কিন্তু পাকিস্তানে এক্স হ্যান্ডেলের উপর নিষেধাজ্ঞা থাকায়, সেটা গতকাল পোস্ট হয়েছে। আগে পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ছিলেন নিদা। কিন্তু মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় তাঁকে সরিয়ে দেওয়া হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement