Advertisement
Advertisement
Pakistan

দর্শকহীন স্টেডিয়ামে হবে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, কিন্তু কেন?

আগস্টের ৩০ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট।

Pakistan to host 2nd Test match against Bangladesh without spectators
Published by: Krishanu Mazumder
  • Posted:August 14, 2024 3:58 pm
  • Updated:August 14, 2024 3:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শকশূন্য স্টেডিয়ামে হবে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। দর্শকহীন ন্যাশনাল স্টেডিয়ামে হতে চলা এই টেস্ট ম্যাচ অনেককেই করোনা সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। অতিমারী অবস্থায় এভাবেই তো খেলা হত। কিন্তু পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেন থাকছেন না দর্শকরা? করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নির্মাণকাজ চলছে। সেই কারণেই কোনও দর্শক হাজির থাকবেন না টেস্ট চলাকালীন।

আগামী বছর আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। সেই কারণে ভেন্যুগুলিতে চলছে নির্মাণকার্য। পিসিবি-র তরফে বলা হয়েছে, ক্রিকেটে প্যাশনেট সমর্থকদের ভূমিকার কথা আমরা বুঝতে পারি। ক্রিকেটারদের দেখেই তো অনুপ্রেরণা ও মোটিভেশন পান দর্শকরা। তবে দর্শকদের নিরাপত্তায় আমাদের অগ্রাধিকার। 

Advertisement

[আরও পড়ুন: কঙ্গনার সঙ্গে তুলনা টেনে সাইনাকে ট্রোলিং নেটদুনিয়ায়, পালটা দিলেন ব্যাডমিন্টন তারকা]

এদিকে দ্বিতীয় টেস্টের জন্য টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে দ্রুত। আগস্টের ৩০ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট। যে সব দর্শকরা টিকিট ইতিমধ্যেই কিনে ফেলেছেন, তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি।

Advertisement

এদিকে আগামী বছর আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ভারত এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। কেউ বলছেন, ভারত না গেলে পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। টিম ইন্ডিয়া আদৌ ইমরান খানের দেশে যাবে কিনা, তার জবাব দেবে সময়। তবে আইসিসি-র ইভেন্টের জন্যই ভেন্যুগুলোতে কাজ চলছে। আর সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের বল গড়াবে দর্শকহীন স্টেডিয়ামে। ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে হবে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট।

[আরও পড়ুন: কুস্তিতে একটার বেশি পদক এল না কেন প্যারিসে? ভিনেশ-সাক্ষীদের আন্দোলনকে দায়ী করলেন সংস্থার প্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ