সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে গিয়েই চোট পেলেন কিউয়ি ক্রিকেটার রাচীন রবীন্দ্র। রীতিমতো রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হল তাঁকে। কিন্তু কীভাবে চোট পেলেন রাচীন? সমর্থকদের একাংশের দাবি, পাকিস্তানের স্টেডিয়ামের খারাপ ফ্লাডলাইটের জেরে বলের গতি অনুমান করতে পারেননি তিনি। সেকারণেই এই বিপত্তি।
শনিবার লাহোরে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৩৮ নম্বর ওভারে চোট পান রবীন্দ্র। ডিপ স্কোয়্যার লেগে ফিল্ডিং করার সময় খুশদিল শাহর মারা একটি বল ধরতে গিয়ে তাঁর কপালে আঘাত লাগে। খুশদিল বলটিকে সুইপ করলে মিসটাইম হয়ে সেটি সোজা রাচীনের হাতেই যাচ্ছিল। কিন্তু কোনও কারণে বলের গতি আন্দাজ করতে পারেননি কিউয়ি অলরাউন্ডার। যার ফলে খুব ভালো জায়গায় থাকা সত্ত্বেও সহজ ক্যাচটি নিতে পারেননি তিনি। উলটে বল গিয়ে লাগে তাঁর কপালে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় তাঁকে।
How did @ICC allowed Pakistan’s ground to host international matches??
ICC should ensure players safety and if Pakistan can’t provide shift CHAMPIONS TROPHY to Dubai.
Prayers for Rachin Ravindra 🙏🏻#PAKvNZ pic.twitter.com/77bvA7uqjv
— KohliForever (@KohliForever0) February 8, 2025
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, কপালের চোট ছাড়া আর বিশেষ সমস্যা নেই রাচীনের। তিনি দ্রুত সুস্থ হবেন। কিন্তু তাতে উদ্বেগ কমছে না। সমর্থকদের একাংশের দাবি, লাহোর স্টেডিয়ামের ফ্লাডলাইটের কম আলোই কিউয়ি তারকার চোটের কারণ। কম আলোর জন্যই বলের গতিপ্রকৃতি বুঝতে পারেননি তিনি। ওই মুহূর্তের ভিডিওটি দেখলেও তেমনই মনে হচ্ছে। অনেকেই ওই ভিডিও দেখার পর ফের পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর দাবি তুলছেন। তাঁদের বক্তব্য, আইসিসির উচিত ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে সরিয়ে নেওয়া।
সময়মতো স্টেডিয়াম লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়াম তৈরি হবে তো? চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্রশ্নই সবচেয়ে বেশি ভাবাচ্ছে আইসিসিকে। পাক বোর্ড যতই দাবি করুক, ৩ স্টেডিয়ামই পরিকাঠামোগতভাবে প্রস্তুত, বাস্তব ছবিটা সম্ভবত সে কথা বলছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের দেশের পরিকাঠামো এবং স্টেডিয়ামের প্রস্তুতির প্রদর্শনী হিসাবে দেখানোর চেষ্টা করছিল পাকিস্তান। কিন্তু সেখানেও বিপত্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.