সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে আগেই মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কিশোর ব্যাটারের সঙ্গেও দেখা করলেন তিনি। শুক্রবার বিহারের কারাকাটের জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়েই বিহারের ভূমিপুত্র বৈভবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সোশাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
চলতি আইপিএলের প্লে অফে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস। কিন্তু তাদের দলের কনিষ্ঠতম সদস্য বৈভব সূর্যবংশীকে নিয়ে চর্চা গোটা দেশে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সাহসী সেঞ্চুরি দেখে ক্রিকেটপ্রেমীদের মতো মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেও। সেই সময়ে বলেছিলেন, “আমরা সকলেই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।”
এবার নিজে দেখা করে বৈভবকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। তাঁর বিহার সফরের মাঝেই পাটনা বিমানবন্দরে পাড়ি দিয়েছিল কিশোর বৈভব। সঙ্গে ছিল তার পরিবারও। বৈভবের হাত ধরে, কাঁধে চাপড় মেরে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেই সাক্ষাতের ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ করে মোদি লেখেন, ‘ক্রিকেটদুনিয়ায় আলোড়ন ফেলে দেওয়া বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা হল পাটনা বিমানবন্দরে। গোটা দেশ তার ক্রিকেটীয় প্রতিভায় মুগ্ধ। ওর ভবিষ্যতের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।’
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025
সামনেই বিহার ভোট। ওয়াকিবহাল মহলের ধারণা, নির্বাচনের আগে ‘বিহারের ছেলে’ বৈভবকে নিয়ে মোদির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বৈভবের জন্য। এবার স্বয়ং প্রধানমন্ত্রী দেখা করলেন তার সঙ্গে। এর প্রভাব পড়তে পারে ভোটারদের মনেও, মত বিশ্লেষক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.