Advertisement
Advertisement
R Ashwin

‘ও বড্ড বেশি উল্লসিত’, গিলের অধিনায়কত্বে সংশয় অশ্বিনের? মুখ খুললেন বিরাটের অনুপস্থিতি নিয়েও

বিরাট কোহলির অবসর ভারতীয় ক্রিকেটে বিরাট শূন্যতা তৈরি করবে, তেমনটা অশ্বিন মনে করছেন না।

R Ashwin opens up on Shubman Gill’s captaincy challenge
Published by: Subhajit Mandal
  • Posted:June 14, 2025 12:47 pm
  • Updated:June 14, 2025 1:06 pm  

বোরিয়া মজুমদার: বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, রবিচন্দ্রন অশ্বিন নেই। তিন মহারথীর অবসরের পর প্রথমবার টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। সে অর্থে মহাতারকা বলতে শুধু জশপ্রীত বুমরাহ। তরুণ টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। তাঁর উপর যে পাহাড়প্রমাণ চাপ থাকবে, তাতে সংশয় নেই। যে তিন মহারথীর কথা উপরে বলা হল, তাঁদেরই অন্যতম সদস্য অশ্বিন বলে দিচ্ছেন, ইংল্যান্ড সিরিজটা গিলের জন্য বেশ কঠিন হতে চলেছে।

Advertisement

গিলের অধিনায়কত্ব নিয়ে অশ্বিনের মত, “অধিনায়কত্বের দায়িত্ব এবং যে পরিমাণ প্রচার ও পাচ্ছে, তাতে শুভমান গিল বড্ড বেশি উল্লসিত। ওর জন্য ব্যাটার হিসাবে ভালো শুরু করাটা জরুরি।” কিংবদন্তি স্পিনার বলে দিচ্ছেন, ব্যাটার হিসাবে গিলের ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন ইংল্যান্ডেও ওকে তাড়া করবে। অশ্বিনের কথায়, “এত চাপের মধ্যে আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমি ব্যাটার হিসাবে খুব ভালো করে শুরুটা করতে চাইতাম। ওর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠবে। আর ইংল্যান্ড কিন্তু ব্যাট করার জন্য খুব কঠিন জায়গা। তবে ও যদি রান পায়, তাহলে আত্মবিশ্বাস বাড়বে। সেটা ওকে অধিনায়ক হিসাবে সাহায্য করবে।”

অশ্বিন মনে করছেন, অধিনায়ক গিলের সাফল্য পাওয়াটা যতটা অনিশ্চিত মনে হচ্ছে, সহ-অধিনায়ক ঋষভ পন্থের ততটা নয়। পন্থ অনেক বেশি নিশ্চিন্ত হয়ে এই সিরিজে নামতে পারবেন। সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া স্পিনার বলছেন, “আমার মনে হয় পন্থ খুব উঁচু মানের টেস্ট ব্যটার। কিপিং না করলেও শুধু ব্যাটার হিসাবেই দলে ঢুকে পড়তে পারে। কিন্তু কখনও কখনও ওর শট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলতে হয়। তবে সেই সমস্যাটা শুধরে নেওয়াটা সময়ের অপেক্ষা। আমার মনে হয়, ও দ্রুত নিজের ভুলগুলো বুঝে সফল টেস্ট ব্যাটার হওয়ার ফর্মুলা খুঁজে পাবে।” অশ্বিনের মতে পন্থকে পাঁচ নম্বরে ব্যাট করানো উচিত। ৬ নম্বরটা ওর জন্য বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় শুভমানের থেকে পন্থ অনেক বেশি নিশ্চয়তা নিয়ে এই সিরিজে নামছে।

বিরাট কোহলির অবসর ভারতীয় ক্রিকেটে বিরাট শূন্যতা তৈরি করবে, তেমনটা অশ্বিন মনে করছেন না। তাঁর মতে সেই শূন্যতা পূরণ করার রসদ ভারতীয় দলেই আছে। তামিলনাড়ুর ওই স্পিনার বলছেন, “আমার মনে হয় না যারা ক্রিকেট খেলছে বা খেলবে কেউ খেলাটার থেকে বড় নয়। আমি বিরাটকে ভালোবাসি। কিন্তু ও এসেছে, টেস্ট খেলেছে এবং বিদায়ও নিয়েছে। খুব ভালো সময়ে খেলা ছেড়েছে। কিন্ত এবার অন্যদের দায়িত্ব সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।” কারা সেই কাজটা করতে পারেন? অশ্বিনের মতে, গিল, পন্থ, জয়সওয়াল বা ধ্রুব জুরেলদের মধ্যে সেই প্রতিভা রয়েছে। বিরাট বা শচীনরা বছরের বছর যে কাজটা করে গিয়েছেন, সেটা এরা করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement