Advertisement
Advertisement
R Ashwin

আইপিএলের মেগা নিলামের আগেই চমক, নিজেকে বিক্রি করলেন অশ্বিন!

চলতি মাসের শেষে ২৪ এবং ২৫ তারিখ আইপিএলের নিলাম রয়েছে।

R Ashwin sells himself before IPL Auction
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2024 3:16 pm
  • Updated:November 12, 2024 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই আইপিএলের মেগা নিলাম। কোন দল কাকে কিনবে, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নিলাম নিয়ে একাধিক আলোচনাসভায় চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। নিলামের পদ্ধতিও তুলে ধরা হয়েছে একাধিক আলোচনাসভায়। সেরকম এক আলোচনা সভাতেই ভক্তদের চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিজেই নিজেকে নিলামে বিক্রি করলেন।

দীর্ঘদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল রয়েছে তারকা স্পিনারের। ‘অশ্বিন’ নামের ওই ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত প্রচুর ভিডিও আপলোড করেন তিনি। আসন্ন আইপিএল নিলাম কেমন হবে, সেই নিয়েও একটি ভিডিও প্রকাশ করতে চলেছেন তারকা অফস্পিনার। আইপিএলের নিলামে যেভাবে ১০ দলের প্রতিনিধিরা থাকেন, যেভাবে পরিচালক একে একে ক্রিকেটারের নাম ডাকেন নিলামের সময়ে; ঠিক সেভাবেই সাজিয়ে তোলা হয়েছে অশ্বিনের এই নতুন ভিডিও। এখনও ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি প্রকাশিত হয়নি।

Advertisement

মঙ্গলবার এই ভিডিওর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই ভক্তদের চমকে দিয়েছেন অশ্বিন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “ভারতীয় টেলিভিশনের ইতিহাস প্রথমবার কোনও ব্যক্তি নিজেই নিজেকে নিলামে তুলে বিক্রি করছেন। সাধারণত আইপিএলের নিলাম নিয়ে আমি খুবই উৎসাহিত থাকি। তাই এবার আমার চ্যানেলে মক অকশনের আয়োজন করেছি।” ক্রিকেটপ্রেমীরাই দলের মালিক হিসাবে নিজেদের পছন্দের টিম বেছে নিয়েছেন অশ্বিনের এই কাল্পনিক নিলামে। গোটা বিষয়টি দারুণ মজাদার হয়েছে বলেই মনে করছেন তারকা ক্রিকেটার।

উল্লেখ্য, চলতি মাসের শেষে ২৪ এবং ২৫ তারিখ আইপিএলের নিলাম রয়েছে। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেড্ডায় বসবে নিলামের আসর। সেই নিলামে থাকবেন অশ্বিন নিজেও। গত কয়েক মরশুম রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও এবার তারা অশ্বিনকে আর রিটেন করেনি তারা। আদৌ তিনি নিলামে কোনও দল পাবেন কিনা, উঠছে সেই প্রশ্নও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement