Advertisement
Advertisement

Breaking News

Bengaluru stampede

‘মোটেও উচিত হয়নি’, বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডের এক সপ্তাহ পর সরব ‘ভূমিপুত্র’ দ্রাবিড়

খেলাধুলো নিয়ে বেঙ্গালুরুর মানুষ খুবই উৎসাহী, বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Rahul Dravid opens up on Bengaluru stampede

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 10, 2025 2:50 pm
  • Updated:June 10, 2025 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর ভূমিপুত্র তিনি। খেলেছেন আরসিবির জার্সিতেও। কিন্তু সেই আরসিবির বিজয় মিছিলে গিয়ে বেঙ্গালুরুর মানুষের পদপিষ্ট হওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কথায়, এমন মর্মান্তিক ঘটনা ঘটা মোটেই উচিত ছিল না।

গত বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। ইতিমধ্যেই এই ঘটনায় মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। এবার পদপিষ্টের ঘটনার দুঃখপ্রকাশ করলেন টি-২০ বিশ্বকাপজয়ী কোচ দ্রাবিড়।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে দ্রাবিড় বলেন, “গোটা ঘটনাটা অত্যন্ত হতাশাজনক, খুবই দুঃখের। খেলাধুলো নিয়ে বেঙ্গালুরুর মানুষ খুবই উৎসাহী। আমি নিজে বেঙ্গালুরুর বাসিন্দা। শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাই খুব পছন্দ করেন বেঙ্গালুরুর মানুষ। ফুটবল হোক বা কবাডি, সব দলকেই সমর্থন করেন। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনায় সত্যিই মন ভেঙে যায়। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এমন ঘটনা মোটেই ঘটা উচিত ছিল না।”

১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কার গাফিলতিতে ১১ জনের প্রাণ গেল, সেই বিতর্কে ঢুকতে চাননি দ্রাবিড়। কর্নাটক সরকার, আরসিবি বা কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন-কারোওর ভূমিকা নিয়েই মুখ খোলেননি তিনি। তবে আপাতত আদালতে তোপের মুখে পড়েছে কর্নাটকের প্রশাসন। আরসিবি এবং সম্প্রচারকারী সংস্থা ডিএনএ নেটওয়ার্ককে আপাতত স্বস্তি দিয়েছে উচ্চ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement