সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-র আইপিএল কবে শুরু হবে? তার দিনক্ষণ জানিয়ে দিলেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন ফাইনাল কবে হবে। সেই সঙ্গে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়েও জল্পনা উসকে দিলেন তিনি।
২০২৪-র আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল হয়েছিল ২৬ মে। চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। আর এই বছরের আইপিএল শুরু হবে ২১ মার্চ। ফাইনাল হবে ২৫ মে। এদিন বোর্ডের মিটিংয়ের পর আইপিএলের দিন ঘোষণা করে দিলেন রাজীব শুক্ল। তবে প্রথমে তিনি ভুল করে ২৩ মার্চ জানিয়েছিলেন। পরে তা সংশোধন করে নেন। সেই সঙ্গে জানা যাচ্ছে, এক বছরের জন্য আইপিএলে নতুন কমিশনার নিয়োগ করা হবে।
তবে আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। কবে তার দল ঘোষণা কবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বোর্ডের পরবর্তী মিটিং ১৮ ও ১৯ জানুয়ারি। সেদিনের আলোচনার মূল বিষয় হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। অর্থাৎ, তারপরই কোন দল দুবাইয়ে আইসিসি-র প্রতিযোগিতা খেলতে যাবে তা জানা যাবে।
আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে এখনও মহিলাদের প্রিমিয়ার লিগ বিস্তারিত কিছু জানানো হয়নি। সেটা নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, আইপিএলের মহা নিলাম চলেছে দুদিন। টানটান দর কষাকষির পর উড়েছে ৬৪০ কোটি টাকা। বিক্রি হয়েছেন ১৮২ জন প্লেয়ার। তার মধ্যে ৬২ জন বিদেশি। রেকর্ড ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এবার দশ দলের মহা মোকাবিলা শুরু হবে ২১ মার্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.