Advertisement
Advertisement

Breaking News

RCB

চ্যাম্পিয়ন হওয়ার পরই বদলাচ্ছে আরসিবি’র মালিক! আকাশছোঁয়া বাজারদরে কিনছে কে?

কোহলির দলের বাজারদর কত?

Report says Diageo looking for stake sale and RCB to get new owner
Published by: Arpan Das
  • Posted:June 10, 2025 2:17 pm
  • Updated:June 11, 2025 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য আইপিএল জিতেছে আরসিবি। এর মধ্যেই হাতবদল হতে চলেছে বিরাটদের মালিকানার। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। যারা মূলত মদপ্রস্তুতকারক সংস্থা। আর চ্যাম্পিয়ন হওয়ার পরই মালিকানা ছাড়তে চাইছে তারা। কিন্তু কেন?

সূত্রের খবর, ইতিমধ্যেই দিয়াজিও পুরো মালিকানা বিক্রির জন্য কথা বলতে শুরু করেছে। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে কে কিনছে, তা এখনও ঠিক হয়নি। তবে জানা যাচ্ছে, আরসিবি’র বাজারদর প্রায় ২ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকা! তবে দিয়াজিও সরাসরি নয়, ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে আরসিবি’র মালিকানা সামলায়। এর মধ্যে বিক্রির খবর প্রকাশ্যে আসতেই স্টক মার্কেটে ইউনাইটেড স্পিরিটে শেয়ার ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত পাঁচমাসে সর্বোচ্চ।

আসলে মালিকানা বিক্রির প্রধান কারণ এটাই। সম্প্রতি আমেরিকায় শুল্ক বৃদ্ধির কারণে দিয়াজিও’র দামি মদের চাহিদা একেবারেই কমেছে। সেক্ষেত্রে আরসিবি’র মালিকানা বিক্রি করে তারা বাজার থেকে টাকা তুলতে চাইছে এবং মদের ব্যবসাতেই পুরোপুরি মনোযোগ দিতে চাইছে। আরও একটা বিষয় হচ্ছে, ভারতের বিভিন্ন স্টেডিয়ামে মদ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে তৎপর ভারতের স্বাস্থ্যমন্ত্রক। এমনিতেও সরাসরি বিজ্ঞাপন বন্ধ। যে কারণে বিখ্যাত ক্রিকেটারদের দিয়ে নরম পানীয়ের বিজ্ঞাপনেই প্রাধান্য দিতে হচ্ছে।

উল্লেখ্য, আরসিবি’র মালিক ছিলেন বিজয় মালিয়া। তখন তিনি ছিলেন কিংফিশার এয়ারলাইনের প্রধান ও ভারতের মদপ্রস্তুতকারক সংস্থাগুলোর মধ্যে প্রথম সারিতে। মালিয়ার ‘সাম্রাজ্য’ পতনের পর ইউনাইটেড স্পিরিটস মালিকানা পায়। দীর্ঘদিন আইপিএল না পেলেও আরসিবি বরাবরই চর্চায় ছিল। অবশেষে ১৭ বছর পর এবারই চ্যাম্পিয়ন হয়েছেন কোহলিরা। আবার তাঁদের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যেই হাতবদল হতে চলেছে আরসিবি’র মালিকানার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement